মৃত ১, আহত ৯, ভারত-পাক লড়াইয়ে অশান্ত সীমান্ত

পাক রেঞ্জারদের গুলিতে এক মহিলার মৃত্যু সহ ৯ জন নাগরিক আহত হয়েছেন। কাঠুয়া ও শাম্ভা সেক্টরে লাগাতার গুলির লড়াই চলছে। গতরাত থেকে ১৩টি সীমা পোস্ট লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তান।

Updated By: Jan 3, 2015, 01:51 PM IST
মৃত ১, আহত ৯, ভারত-পাক লড়াইয়ে অশান্ত সীমান্ত

শ্রীনগর: পাক রেঞ্জারদের গুলিতে এক মহিলার মৃত্যু সহ ৯ জন নাগরিক আহত হয়েছেন। কাঠুয়া ও শাম্ভা সেক্টরে লাগাতার গুলির লড়াই চলছে। গতরাত থেকে ১৩টি সীমা পোস্ট লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তান।

৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে শান্তি চুক্তি ভঙ্গ করে হামলা চালাচ্ছে পাক সেনা। বৃহস্পতিবার এক BSF জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭ জন জওয়ান। দিল্লির নির্দেশে ভারতীয় সেনার কড়া জবাবে প্রাণ গিয়েছে পাঁচ পাক রেঞ্জারের।

''শাম্ভার আন্তর্জাতিক সীমানা লাগোয়া বর্ডার সিকিউরিটি ফোর্স-এর ছাউনি ও গ্রাম গুলি নিশানা করে গুলি চালাচ্ছে পাকিস্তানের সেনা। গতকাল রাত ৯টা ৩০ থেকে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে'', সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন BSF জেনারেল রাকেশ শর্মা।

 

.