জম্মুতে হড়কা বানে মৃত ১০

হড়কা বানে জম্মুতে ৪ শিশু-সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মেন্ধার, সাম্বা, কাঠুয়া, মাহোর, রম্বান এলাকা।

Updated By: Aug 15, 2013, 11:35 PM IST

হড়কা বানে জম্মুতে ৪ শিশু-সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মেন্ধার, সাম্বা, কাঠুয়া, মাহোর, রম্বান এলাকা। 
সাম্বায় আটকে রয়েছেন বহু মানুষ। রম্বানে জলের তোড়ে ভেসে গিয়েছেন ২ জন। সাম্বায় হরপা বান ভাসিয়ে নিয়েছে একজনকে। মাহোরেও ভেসে গিয়েছেন একজন। জলের তোড়ে এলাকা ছাড়া হয়েছেন ফৌজি ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও। প্রবল বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা বেশ কয়েকটি নদী ভাসিয়ে নিয়েছে বহু এলাকা। প্রশাসনের আশঙ্কা, পরিস্থিতি আরও বিপজ্জনক মোড় নিতে পারে।

.