বাহিনীতে বৈষম্যের বিষ, আদালতে ১০০ সেনা
![বাহিনীতে বৈষম্যের বিষ, আদালতে ১০০ সেনা বাহিনীতে বৈষম্যের বিষ, আদালতে ১০০ সেনা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/11/93340-scarmy.jpg)
ওয়েব ডেস্ক: কেন্দ্রকে চরম অস্বস্তির মুখে ফেলে এবার পদন্নোতির ক্ষেত্রে 'বৈষম্য ও অবিচারে'র অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আবেদন করলেন ভারতীয় সেনা বাহিনীর ১০০ লেফট্যান্যান্ট কলোনেল ও মেজর পদমর্যাদার কর্মীরা। অভিযোগকারী সেনা কর্মীদের দাবি, "সেনা ও সরকারের এই কাজ (পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ) আসলে আবেদনকারীদের প্রতি অবিচার যা তাঁদের মনোবলকে ভেঙে দিচ্ছে, আর তার ফলে ভঙ্গুর হচ্ছে দেশের প্রতিরক্ষা"।
আবেদনকারীদের আরও অভিযোগ, পদোন্নোতির ক্ষেত্রে কেবল অগ্রাধিকার পায় কমব্যাট অফিসাররা। অথচ, যুদ্ধক্ষেত্রে একজন সেনা অফিসার যে পরিমাণ চ্যালেঞ্জের সম্মুখীন হন, অপারেশনাল বিভাগে ঠিক ততটাই কঠিন পরিস্থিতি মুখোমুখি হন একজন সার্ভিস কর্পও। তবুও এক দশকের বেশি কাজ করে কর্মক্ষেত্রে প্রত্যাশা মতো উন্নতি হয় না সার্ভিস কর্পদের। অন্যদিকে, ওই একই সময়কালে অনেকখানি এগিয়ে যান কমব্যাট অফিসাররা। শীর্ষ আদালতের কাছে তাই তাঁদের আবেদন, যে আইন বলে কমব্যাট ফোর্সের জওয়ানদের সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে অন্তর্ভূক্তি ঘটেছিল তা আপাতত স্থগিত রাখা হোক। এর ফলে কমব্যাট অফিসারদের পদোন্নতিও হবে অন্যান্য সেনাকর্মীদের সঙ্গে সমতা রেখে।