Oxygen সরবরাহে ৫ মিনিটের গোলযোগ, মৃত্যু হল ১১ জনের

মুখ্যমন্ত্রী ওয়াইএস জগান মোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Updated By: May 11, 2021, 08:34 AM IST
Oxygen সরবরাহে ৫ মিনিটের গোলযোগ, মৃত্যু হল ১১ জনের

নিজস্ব প্রতিবেদন: অক্সিজেনের অভাবে হাসপাতালে মৃত্যু হল ১১ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে। রুইয়া হাসপাতালে ICU-তে অক্সিজেন সরবরাহে হঠাৎই সমস্যা দেখা দেয় সোমবার রাতে। 

 হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, অক্সিজেন সিলিন্ডার রিলোড করতে সময় লেগে যায় ৫ মিনিট। কমে যায় অক্সিজেনের প্রেসার, আর তারই ফলাফল হল খুবই মারাত্মক। শ্বাসকষ্টে মারা গেলেন প্রায় ১১ জন রোগী।

ঘটনার মুহূর্তে প্রায় ৩০ জন ডাক্তার উপস্থিত ছিলেন ICU-তে। কালেক্টর জানান, হাসপাতালে অক্সিজেনের অভাব নেই এবং পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা রয়েছে।

সব মিলিয়ে রুইয়ার আইসিইউ ও অক্সিজেন বেডে প্রায় ৭০০ টি কোভিড -19 রোগী চিকিৎসাধীন ছিলেন এবং আরও ৩০০ জন সাধারণ ওয়ার্ডে ছিলেন।

মুখ্যমন্ত্রী ওয়াইএস জগান মোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলে ঘটনার তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।