পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হল ১২ শিশুকে

১২ শিশুকে চিকিৎসাধীন রাখা হয়েছে।   

Updated By: Feb 2, 2021, 12:37 PM IST
পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হল ১২ শিশুকে

নিজস্ব প্রতিবেদন: সাংঘাতিক ঘটনা! ১২ শিশুকে স্যানিটাইজাই খাওয়ানো হল পোলিওর বদলে। ভুলবশত নাকি চক্রান্ত, চলছে তদন্ত। কারণ, পোলিও বোতলে ভরা ছিল স্যানিটাইজার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের যুবতমল জেলায়। মুম্বইয়ের ব্যস্ত শহর থেকে ৭০০ কিলোমিটারে দূরে। 

প্রত্যেক শিশুর বয়স ৫ বছরের কম। তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনায় ৩ স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন: অর্থোপেডিকে বেড নেই, মেডিসিন বিভাগে ফেলে রাখার অভিযোগ, SSKMএ বিনা চিকিৎসার মৃত্যু রোগীর

ঘটনাটি ঘটেছে রবিবার। একটি প্রাইমারি স্কুলে পোলিও ক্যাম্প বসানো হয়েছিল। যেখানে ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের পোলিও দেওয়ার কর্মসূচী ছিল। 

যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল বলেন, ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে।  এক শিশু হঠাৎ বমি করা শুরু করে এবং তাঁর শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। বন্ধ করা হয় পোলিও ক্যাম্প। এখনও ওই ১২ শিশুকে চিকিৎসাধীন রাখা হয়েছে।   

.