৪২ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে না পেরে হিট স্ট্রোকে মৃত্যু ১২ বছরের যোগিতার
প্রবল গরম একে একে প্রাণ কেড়ে নিচ্ছে। গ্রীষ্মের শুরুতেই তাপপ্রবাহ এত বেশি যে তা সহ্য করা সম্ভব হচ্ছে না। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আন্ত্রিক, ডায়রিয়ার মতো অসুখের প্রকোপও। ৪২ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে না পেরে হিট স্ট্রোকে মৃত্যু হল মহারাষ্ট্রের বির জেলার ১২ বছরের যোগিতা দেশাইয়ের।
Updated By: Apr 20, 2016, 12:29 PM IST
