দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলাকালীন আকস্মিক মৃত্যু ছাত্রের, হতভম্ব শিক্ষক-সহপাঠীরা

জানা যাচ্ছে, সেকেন্দ্রাবাদে শ্রী চৈতন্য কলেজে বোর্ডের পরীক্ষা দেওয়ার সময় হঠাতই অসুস্থ হয়ে পড়ে গোপী রাজু নামে ওই ছাত্র

Updated By: Mar 2, 2019, 06:01 PM IST
দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলাকালীন আকস্মিক মৃত্যু ছাত্রের, হতভম্ব শিক্ষক-সহপাঠীরা
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: তেলঙ্গানায় চলছে ইন্টারমিডিয়েট পাবলিক এগজামিনেশন অর্থাত্ একাদশ-দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা। আজ ওই পরীক্ষা দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল বছর ষোলোর এক ছাত্রের।

জানা যাচ্ছে, সেকেন্দ্রাবাদে শ্রী চৈতন্য কলেজে বোর্ডের পরীক্ষা দেওয়ার সময় হঠাতই অসুস্থ হয়ে পড়ে গোপী রাজু নামে ওই ছাত্র। ওই কক্ষের সহপাঠীরা সাহায্য করতে এগিয়ে আসে। খবর পেয়ে ছুটে আসনের স্কুল কর্তৃপক্ষের আধিকারিকরাও। প্রাথমিক চিকিত্সাও করা হয়। তবে, হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ছাত্রের। ইয়াল্লারেদ্দিগুরার একটি সরকারি স্কুলের ছাত্র গোপীর মৃত্যু শোকের ছায়া নেমে আসে শিক্ষা মহলে। তার এমন আকস্মিক মৃত্যুতে হতভম্ব স্কুলের শিক্ষক ও বন্ধুরা। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় গোপীর।

আরও পড়ুন- মহাজোটের চিড়! কংগ্রেসকে বাদ দিয়েই দিল্লিতে প্রার্থী ঘোষণা আপের

উল্লেখ্য, এ বছর তেলেঙ্গানায়  একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা দিচ্ছে প্রায় ৯.৬৩ লক্ষ পড়ুয়া।   

.