হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ১৯৯৩ মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত মুস্তাফা দোসা
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ১৯৯৩-এ মুম্বইয়ে সিরিয়াল ব্লাস্ট কেসে দোষী সাব্যস্ত মুস্তাফা দোসা। বুকে ব্যথা নিয়ে আজ সকালে মুম্বইয়ে জে জে হাসপাতালে ভর্তি করা হয় দোসাকে। পরে বেলা আড়াইটে নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। ডাক্তাররা জানিয়েছেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থেকে হৃদরোগে আক্রান্ত হয় দোসা।
ওয়েব ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ১৯৯৩-এ মুম্বইয়ে সিরিয়াল ব্লাস্ট কেসে দোষী সাব্যস্ত মুস্তাফা দোসা। বুকে ব্যথা নিয়ে আজ সকালে মুম্বইয়ে জে জে হাসপাতালে ভর্তি করা হয় দোসাকে। পরে বেলা আড়াইটে নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। ডাক্তাররা জানিয়েছেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থেকে হৃদরোগে আক্রান্ত হয় দোসা।
গতকালই মুম্বই বিস্ফোরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার ঘটনায় দোসার জন্য মৃত্যুদণ্ডের দাবি জানায় CBI। তাকে বিস্ফোরণের 'অন্যতম মাথা' বলে উল্লেখ করে CBI। ১৯৯৩-র ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই শহর। কমপক্ষে ২৫৭ জন প্রাণ হারান। আহত হন ৭০০-রও বেশি। ২৪ বছর পর ২০১৭-র ১৬ জুন আবু সালেম সহ মোট ৬ জনকে দোষী সাব্যস্ত করে আদালত।
আরও পড়ুন, 'অ্যাম্বুলেন্স আটকে' বিতর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া