লাইনচ্যুত দুরন্ত এক্সপ্রেস, মৃত ২, আহত ৮, ক্ষতিপূরণ দেবে রেল
কর্নাটকের গুলবার্গে লাইনচ্যুত দুরন্ত এক্সপ্রেসের ৯টি বগি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।
ওয়েব ডেস্ক: কর্নাটকের গুলবার্গে লাইনচ্যুত দুরন্ত এক্সপ্রেসের ৯টি বগি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।
শনিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে গুলবার্গের মারতুরে। সেকেন্দ্রাবাদ থেকে মুম্বই যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। নিহতদের আত্মীয়দের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। রেল বোর্ডের চেয়ারম্যান, জিএম, ডিআরএম পদ মর্যাদার সব আধিকারিককে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। আহত যাত্রী ও তাঁদের আত্মীয়দের সবরকম সাহায্যের ব্যবস্থা করা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন রেলমন্ত্রী।
Saddened by Duranto accident.Ordered enquiry.Immediate medical relief& other assistance rushed.Chair Rail board asked to rush.
— Suresh Prabhu (@sureshpprabhu) September 12, 2015
মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকজা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা।