দিল্লি গণধর্ষণকাণ্ড: আজ প্রথম রায় দেবে আদালত

গতবছর শীতে দেশ দেখেছিল প্রতিবাদের নতুন ভাষা। ১৬ ডিসেম্বর দিল্লি গণধর্ষণকাণ্ডের প্রথম রায় ঘোষণা হবে আজ। ঘটনার ৯ মাস পর জুভেনাইল জাস্টিস বোর্ড নাবালক অভিযুক্তকে রায় শোনাবে। নির্যাতিতা তরুণী ও তাঁর বন্ধুকে বাসে ওঠার জন্য বলেছিল এই অভিযুক্ত, দিল্লি পুলিসের এস আই টি জানিয়েছে অন্য পাঁচ অপরাধীদের অপরাধে প্ররোচনা দিয়েছিল ১৭ বছরের ছেলেটি।

Updated By: Aug 31, 2013, 09:32 AM IST

গতবছর শীতে দেশ দেখেছিল প্রতিবাদের নতুন ভাষা। ১৬ ডিসেম্বর দিল্লি গণধর্ষণকাণ্ডের প্রথম রায় ঘোষণা হবে আজ। ঘটনার ৯ মাস পর জুভেনাইল জাস্টিস বোর্ড নাবালক অভিযুক্তকে রায় শোনাবে। নির্যাতিতা তরুণী ও তাঁর বন্ধুকে বাসে ওঠার জন্য বলেছিল এই অভিযুক্ত, দিল্লি পুলিসের এস আই টি জানিয়েছে অন্য পাঁচ অপরাধীদের অপরাধে প্ররোচনা দিয়েছিল ১৭ বছরের ছেলেটি।
২২ অগাস্ট শীর্ষ আদালত এই অভিযুক্তকে নাবালক জানিয়ে জুভেনাইল আদালতে বিচার চালানোর নির্দেশ দেয়। তদন্তকারীরা পুলিস আধিকারিকরা জানিয়েছেন, গণধর্ষণকাণ্ডে ৬ অভিযুক্তের মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিল এই ছেলেটিই।

.