জিএসটির বাইরে থাকছে তিনটি ট্যাক্স

চার দিন হল আসমুদ্র হিমাচলে চালু হয়ে গেছে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। ইতিমধ্যেই প্রচার মাধ্যম মারফত জানা হয়ে গেছে যে, দেশের বিভিন্ন রাজ্য এতদিন চালু থাকা বিভিন্ন কর মুছে দিয়ে কেন্দ্রীয় ভাবে এই একক কর ব্যবস্থা বলবত্ হয়েছে। কিন্তু জানেন কি, জিএসটি চালু হলেও এখন চালু থাকবে বেশ কিছু অন্যান্য কর। কিন্তু সেই করগুলি আসলে কী কী?

Updated By: Jul 4, 2017, 09:11 PM IST
জিএসটির বাইরে থাকছে তিনটি ট্যাক্স

ওয়েব ডেস্ক: চার দিন হল আসমুদ্র হিমাচলে চালু হয়ে গেছে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। ইতিমধ্যেই প্রচার মাধ্যম মারফত জানা হয়ে গেছে যে, দেশের বিভিন্ন রাজ্য এতদিন চালু থাকা বিভিন্ন কর মুছে দিয়ে কেন্দ্রীয় ভাবে এই একক কর ব্যবস্থা বলবত্ হয়েছে। কিন্তু জানেন কি, জিএসটি চালু হলেও এখন চালু থাকবে বেশ কিছু অন্যান্য কর। কিন্তু সেই করগুলি আসলে কী কী?

১) রাস্তায় গাড়ির থেকে নেওয়া রোড ট্যাক্স বা টোল।

২) রাজ্যের সীমান্ত এলাকার পুর প্রতিষ্ঠানগুলির ট্যাক্স।

৩) রাজ্যের অতিরিক্ত বিনোদন বা প্রমোদ কর (যদি মেওয়া হয়)।

মনে করা হচ্ছে, জিএসটির ফলে বিভিন্ন রাজ্যের রাজস্ব কমে যাওয়ায় এবার তারা এই জাতীয় করগুলি বেশি করে আদায় করার চেষ্টা করবে।

.