ডেরা ভক্তদের তাণ্ডবে বেসামাল ভারতীয় রেল, প্রায় ৩০০ ট্রেন বাতিল

Updated By: Aug 26, 2017, 09:07 AM IST
ডেরা ভক্তদের তাণ্ডবে বেসামাল ভারতীয় রেল, প্রায় ৩০০ ট্রেন বাতিল

ওয়েব ডেস্ক: ডেরা ভক্তদের তাণ্ডবে বেসামাল ভারতীয় রেল। প্রায় ৩০০ ট্রেন বাতিল । রেলপথে কার্যত বিচ্ছিন্ন পঞ্জাব, হরিয়ানা। পঞ্জাব, হরিয়ানামুখী সমস্ত ট্রেন বাতিল বাতিল। ট্রেন বাতিলের ধাক্কা এরাজ্যেও। হাওড়া থেকে বাতিল উত্তর ভারতগামী ৪টি ট্রেন। বাতিল জম্মু-তাওয়াই, উদ্যান আভা তুফান এক্সপ্রেস। বাতিল অমৃতসর এক্সপ্রস, অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস।

আরও পড়ুন রাম রহিম ভক্তদের তাণ্ডবে অগ্নিগর্ভ পঞ্জাব-হরিয়ানা; নিহত কমপক্ষে ২৮, নামল সেনা

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ডাকে আজ নিরাপত্তা পর্যালোচনা বৈঠক। যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ অফিসার, আধা সামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা।  শুক্রবার ফোনে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন রাজনাথ। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের বৈঠকে গোটা উত্তর ভারতের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন  ধর্মগুরু, অভিনেতা, গায়ক - বর্ণময় চরিত্রের নাম গুরমিত রাম রহিম সিং

.