মুম্বইয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ২, আটকে বহু মানুষ, চলছে উদ্ধারকাজ
বিএমসি ম্যানেজমেন্ট সেল জানাচ্ছে, ডংরির তান্ডেল স্ট্রিটে কেশরবাড়ি নামে ওই ভবনটি সকাল ১১টা নাগাদ ভেঙে পড়ে।
নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের ডংরিতে ভেঙে পড়ল বহুতল। ৫ তলার ওই ভবনটি ভেঙে পড়ায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি কমপক্ষে ৪০ জন মানুষ ধ্বংসস্তুপে চাপা রয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছছে। চলছে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।
#Mumbai Building Collapse in Dongri - More than 50 feared trapped. @NDRFHQ moves to the spot. pic.twitter.com/abN1Gt5guy
— Kirandeep (@raydeep) July 16, 2019
বিএমসি ম্যানেজমেন্ট সেল জানাচ্ছে, ডংরির তান্ডেল স্ট্রিটে কেশরবাড়ি নামে ওই ভবনটি সকাল ১১.৪০ মিনিটে ভেঙে পড়ে।
প্রশাসন তরফে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধারকাজে ব্যাহত হচ্ছে। দমকলের ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স অনেকটাই দূরে রাখা হয়েছে ঘটনাস্থল থেকে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা লাইন করে দাঁড়িয়ে হাতে-হাতে ধবংসাবশেষ সরাচ্ছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রকাণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভূমিকম্প হল মনে হচ্ছে। বিল্ডিং ভেঙে পড়ল বলে সবাই চিত্কার করছে।”
Mumbai: A child rescued from the building collapse site in Dongri, he has been admitted to hospital and is stable pic.twitter.com/LawktNSdR7
— ANI (@ANI) July 16, 2019
ওই ভবনটি প্রায় একশো বছরের পুরনো বলে দাবি স্থানীয়দের। পুরসভা থেকে বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছে কিনা তা জানা যায়নি। সেখানে ৭-৮টি পরিবার বসবাস করে। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে জলমগ্ন ছিল গোটা এলাকা। তার জেরে ওই ভবনের ভিত দুর্বল হয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের।