জঙ্গি-যোগে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ৪ পড়ুয়াকে গ্রেফতার করল পুলিস
জঙ্গি সংগঠন আনসার গাজওয়াত-উল-হিন্দ ও জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রয়েছে ধৃতদের।
নিজস্ব প্রতিবেদন: যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে ৪ পড়ুয়াকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর ও পঞ্জাব পুলিস। পঞ্জাবের জলন্ধর থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিস সূত্রের খবর, জঙ্গি সংগঠন আনসার গাজওয়াত-উল-হিন্দ ও জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রয়েছে ধৃতদের। তাদের নাম জাহিদ গুলজার, মহম্মদ ইদ্রিশ শাহ, নাদিম ও ইউসুফ রফিক ভাট।
ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার করেছে পুলিস। মডিউলের মাথাকে গ্রেফতার করা হয়েছে। তার জেরা চলছে।
#Visuals: In a joint operation, Punjab Police and Jammu & Kashmir Police arrested three students to bust a terror module of Ansar Ghazwat-ul-Hind, in Punjab's Jalandhar pic.twitter.com/BK2X4I6o0r
— ANI (@ANI) October 10, 2018
মাইক্রোব্লগিং সাইট জম্মু-কাশ্মীর পুলিসের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, আনসার গাজওয়াত-উল-হিন্দ ও জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত থাকা সন্দেহে চার ছাত্রকে জলন্ধর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
পঞ্জাব পুলিসের ডাইরেক্টর জেনারেল সুরেশ আরোরা একটি বিবৃতিতে জানিয়েছেন, জলন্ধরে সিটি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারি থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে জলন্ধরে সিটি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং কলেজে অভিযান চালায় পুলিস। ৯০ জনের একটি পুলিস দল কলেজে তল্লাসি চালায়।
আরও পড়ুন- মোদী বা ১৫ লক্ষ নিয়ে বলিনি, রাহুলের খোঁচার জবাব নিতিনের