দিল্লি ধর্ষণকাণ্ড: মৃত্যুর সঙ্গে লড়াই ধর্ষিতার
দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণে নিগৃহীতা তরুণীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিস। এখনও পর্যন্ত দুজন ফেরার। চার ধৃতদের মধ্যে আছে বাসের চালক রাম সিং, তার ভাই মুকেশ, জিমের প্রশিক্ষক বিনয় শর্মা এবং ফল বিক্রেতা পবন গুপ্ত। ধৃত বাস চালককে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দিল্লিতে একের পর এক গণধর্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন। দিল্লি পুলিস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এ ব্যাপারে কমিশন রিপোর্ট তলব করেছে।
দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণে নিগৃহীতা তরুণীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিস। এখনও পর্যন্ত দুজন ফেরার। চার ধৃতদের মধ্যে আছে বাসের চালক রাম সিং, তার ভাই মুকেশ, জিমের প্রশিক্ষক বিনয় শর্মা এবং ফল বিক্রেতা পবন গুপ্ত। ধৃত বাস চালককে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দিল্লিতে একের পর এক গণধর্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন। দিল্লি পুলিস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এ ব্যাপারে কমিশন রিপোর্ট তলব করেছে।
রবিবার রাত প্রায় সাড়ে দশটা। মুনিরকা থেকে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার পথে ফাঁকা এই বাসটিতে উঠেছিলেন এক তরুণী। টিকিটও কাটেন দুজন। কিন্তু, কিছুদূর যাওয়ার পরই ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ শুরু করে বাসের চালক এবং তার কয়েকজন সঙ্গী। বাধা দেন ওই তরুণীর বন্ধু। তাঁকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। তারপরই ওই তরুণীর ওপর পাশবিক অত্যাচার চালায় দুষ্কৃতীরা। এরপর বসন্তবিহারের মাহিপালপুরে তরুণী ও তাঁর বন্ধুকে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্তরা।
সোমবারই সিসিটিভি ফুটেজ দেখে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত চারজনকে চিহ্নিত করে দিল্লি পুলিস। আর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ওই চারজনকে গ্রেফতারও করা হয়।
নির্যাতিতা তরুণীর অবস্থা এখনও সঙ্কটজনক। সফদরজং হাসপাতালে এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। এই ধর্ষণের ঘটনা দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি করেছে বড়সড় প্রশ্নচিহ্ন। নিরাপত্তাহীনতার নিরিখে সম্ভবত দেশের শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে রাজধানীই। দুহাজার পাঁচ সাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বেশি করে সামনে চলে আসে। ওই বছর দিল্লিতে ৬৬০টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। আর চলতি বছরে এখনও পর্যন্ত ৬৩৬টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। গত দশ বছরে দিল্লির বুকে চলন্ত গাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে দশটি। দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়ার নজির তৈরি হওয়া উচিত।
কিন্তু, মুখ্যমন্ত্রীর এই অবস্থান কি এতটুকুও বদলাতে পারবে ছবিটা? দুহাজার পাঁচ সালে দিল্লির গায়ে লেগে যাওয়া রেপ ক্যাপিটাল তকমাটা কি আদৌ কোনওদিন মুছতে পারবে রাজধানী? ধর্ষণের ঘটনায় মঙ্গলবার উত্তাল হয় সংসদ। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিয়েছে দিল্লি পুলিস।