Cyclone Michaung: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘুর্ণিঝড়! চেন্নাইয়ে তুমুল বৃষ্টি, মৃত কমপক্ষে ৫
এখনও পর্যন্ত যা খবর, প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের অবস্থান ৯০ কিলোমিটার পূর্ব এবং উত্তর-পূর্ব চেন্নাই এবং ৩০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব বাপাতলা, ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব নেলোর। নেলোর এবং মছলিপটনাম-- এই দুটি জায়গার মাঝে বাপাতলা বলে জায়গাটি পড়ে। ঝড়টি এই বাপাতলা অতিক্রম করবে আগামীকাল ৫ ডিসেম্বরে। বাপাতলা অতিক্রম করার সময় ঝড়টির গতি থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শক্তি বেড়েছে অনেকটাই। ঘুর্ণিঝড় থেকে প্রবল ঘুর্ণিঝড় পরিণত হয়েছে ‘মিগজাউম’ । আগামিকাল, মঙ্গলবার হয়তো আছড়ে পড়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে! চেন্নাই-সহ পড়শি রাজ্যে তামিলনাড়ুর সাত জেলায় চলছে প্রবল ঝড়-বৃষ্টি। চেন্নাইয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর।
এখনও পর্যন্ত যা খবর, প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের অবস্থান ৯০ কিলোমিটার পূর্ব এবং উত্তর-পূর্ব চেন্নাই এবং ৩০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব বাপাতলা, ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব নেলোর। নেলোর এবং মছলিপটনাম-- এই দুটি জায়গার মাঝে বাপাতলা বলে জায়গাটি পড়ে। ঝড়টি এই বাপাতলা অতিক্রম করবে আগামীকাল ৫ ডিসেম্বরে। বাপাতলা অতিক্রম করার সময় ঝড়টির গতি থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই কার্যত জলের তলায়। জলমগ্ন শহরের বহু এলাকা। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন। পুলিস সূত্রে খবর, শহরের বৈদ্যনাথন উড়ালপুলের কাছে পাওয়া দিয়েছে সত্তর বছরের এক প্রৌঢ়ার দেহ। তাঁর পরিচয় জানা যায়নি এখনও। ফোরশোর এটেস্টে বাস ডিপোর কাছে উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। দিণ্ডিগুল জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৫০ বছরের এক ব্যক্তি। নাম, পদ্মনাভন। পাণ্ডিয়ান নগরেও নিজের বাড়ির কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক জনের। মৃতের নাম গণেশন (৭০)। বেসান্ত নগরে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩৫ বছরের এক যুবকের। নাম মুরুগান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)