সংবিধান সম্পর্কে এই ৫ টি তথ্য জানা ভারতীয়দের প্রয়োজন
ভারতের সংবিধানের প্রথম দিন আজ। ২৬ নভেম্বর। পরে এই দিনটাই পরিবর্তিত হয়ে, হয় ২৬ জানুয়ারি। এমন একটা দিনে ভারতীয় সংবিধান সম্পর্কে জেনে নিন না ৫ টা এমন তথ্য, যা জানা একজন ভারতীয় হিসেবে আপনার একান্ত প্রয়োজনীয়।
![সংবিধান সম্পর্কে এই ৫ টি তথ্য জানা ভারতীয়দের প্রয়োজন সংবিধান সম্পর্কে এই ৫ টি তথ্য জানা ভারতীয়দের প্রয়োজন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/26/45629-sangbidhan26-11-15.jpg)
ওয়েব ডেস্ক: ভারতের সংবিধানের প্রথম দিন আজ। ২৬ নভেম্বর। পরে এই দিনটাই পরিবর্তিত হয়ে, হয় ২৬ জানুয়ারি। এমন একটা দিনে ভারতীয় সংবিধান সম্পর্কে জেনে নিন না ৫ টা এমন তথ্য, যা জানা একজন ভারতীয় হিসেবে আপনার একান্ত প্রয়োজনীয়।
১) সাংবিধানিক পরিষদে রয়েছেন মোট ৩৮৫ জন সদস্য। সেখানে মহিলা সদস্যের সংখ্যা খুবই কম। মাত্র ১৫ জন।
২) ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সাংবিধানিক পরিষদ বা গণপরিষদের প্রথম সম্মেলন বসে পার্লামেন্টের সেন্ট্রাল হলে।
৩) ভারতের প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনও মানুষের বয়স অন্তত ৩৫ বছর হওয়াটা জরুরি। কিন্তু এই বয়সের কোনও উর্ধসীমা নেই।
৪) মানুষের বা নাগরিকের ন্যুনতম অধিকার দেওয়ার ক্ষেত্রে ভারতের সংবিধান আমেরিকা কিংবা ইংল্যান্ডকে নয়, বরং অনুসরণ করে জার্মানিকে।
৫) ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান সর্বজন স্বীকৃত হয়ে পাশ হয়। এবং সংসদের প্রথম অধিবেশন বসে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি। তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ।