ধর্মঘট, কিন্তু কেন? জানুন পাঁচ কারণ--
২ সেপ্টেম্বর সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সহ আরও অন্যান্য দলের শ্রমিক সংগঠন। ভারত ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে ১৫ কোটি শ্রমিক বুধবার কর্মবিরতিতে। শ্রম আইন এবং বেকার সমস্যাকে সামনে রেখেই মূলত ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল শ্রমিক সংগঠন গুলি। কিন্তু এই মুখ্য দুটি কারণ ছাড়াও রয়েছে আরও ৫টি বিষয়-
ওয়েব ডেস্ক: ২ সেপ্টেম্বর সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সহ আরও অন্যান্য দলের শ্রমিক সংগঠন। ভারত ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে ১৫ কোটি শ্রমিক বুধবার কর্মবিরতিতে। শ্রম আইন এবং বেকার সমস্যাকে সামনে রেখেই মূলত ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল শ্রমিক সংগঠন গুলি। কিন্তু এই মুখ্য দুটি কারণ ছাড়াও রয়েছে আরও ৫টি বিষয়-
১. ভারত সরকার এমন সব কারখানা বন্ধ করে দিচ্ছে, যেখানে লাভ খুব কম। ১০টি শ্রমিক সংগঠনের প্রধান দাবি, সরকার রুঘ্ন শিল্প গুলির ওপর নজর দিক এবং কারখানা গুলিকে পুনর্জীবিত করার উদ্যোগ নিক।
২. শ্রমিক সংগঠনগুলি মনে করছে, কারখানা প্রতিস্থাপন শিল্প, বোনাস অ্যাক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইত্যাদি আইনগুলি কার্যকর করলে ৭৫% শ্রমিক কর্মহীন হয়ে পড়বে।
৩. সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী ৪০ জন কিংবা তারও কম শ্রমিক নিয়ে গড়ে ওঠা ক্ষুদ্র শিল্পগুলি শ্রমিকরা শ্রম আইনের আওতায় পড়বে না। যার ফলে কাজ হারাতে পারে শ্রমিকরা, আশঙ্কা কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির।
৪. ব্যাঙ্কিং, ম্যানুফেকচারিং, কনস্ট্রাকশন, কয়লা খনির শ্রমিক, কর্মচারীরাও এই ধর্মঘটে সামিল হয়েছেন। তাদের দাবি, লেবার মার্কেটকে আরও নমনীয় করতে হবে।
৫. শ্রমের নূনতম পারিশ্রমিকের দাবিতে, হকার, ঠিকা শ্রমিকদের মত অসংগঠিত শ্রমিকরাও এই ধর্মঘটে নিজেদের সামিল করেছে।