‘এখনও ৫০ শতাংশ মানুষ মাস্ক পরেন না’, বলছে Health Ministry
৬৪ শতাংশ মানুষ মাস্ক পরলেও, তা নাকের নীচে থাকে:স্বাস্থ্য মন্ত্রক।
নিজস্ব প্রতিবেদন: করোনার তাণ্ডবে ত্রস্ত দেশ। চারদিকে লেগে রয়েছে হাহাকার। তবুও হুঁশ নেই একাংশের। এই অতিমারিতেও এখনও ৫০ শতাংশ মানুষ মাস্ক পরেন না। বৃহস্পতিবার এমনটাই জানালেন স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) জয়েন্ট সেক্রেটরি লভ আগরওয়াল (Lav Agarwal)।
আরও পড়ুন: ‘সরকারি কর্মীদের দ্রুত Vaccine দেওয়া হোক’, দাবিতে Modi-কে চিঠি Mamata-র
তিনি আরও জানান, ৬৪ শতাংশ মানুষ মাস্ক পরলেও, তা নাকের নীচে থাকে। জয়েন্ট সেক্রেটরি লভ আগরওয়াল (Lav Agarwal) বলেন, “দেশের ৮টি রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি। ৯টি রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে। ১৯টি রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম।” স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত কয়েক সপ্তাহে দেশে করোনা পরীক্ষার হার বহুগুণ বেড়েছে। দেশের মধ্যে ৭টি রাজ্যে পজিটিভিটির হার ২৫ শতাংশের বেশি। ২২ রাজ্যে পজিটিভিটির হার ১৫ শতাংশের বেশি।
আরও পড়ুন: Black Fungus-কে মহামারি ঘোষণা কেন্দ্রের, করোনার মতো রাজ্যের থেকে তথ্য চায় মন্ত্রক
এদিনই আইসিএমআর(ICMR)-এর চিকিৎসক ডাক্তার বলরাম ভার্গভ (Dr Balram Bhargava) বলেন, “দৈনিক ২৫ লক্ষ করোনা পরীক্ষার টার্গেট নিয়েছে কেন্দ্র। জুন শেষ হতে হতে ৪৫ লক্ষ করোনা পরীক্ষার টার্গেট নেওয়া হয়েছে।” প্রশঙ্গত, বুধবারই করোনা পরীক্ষা সংক্রান্ত একটা বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। একদিনে ২০ লক্ষ করোনা পরীক্ষা করে এই রেকর্ড তৈরি করেছে ভারত।