বিজেপির শক্তি রুখতে ৬ রাজনৈতিক দলের জনতা পরিবার গঠন

বিজেপির বিরুদ্ধে লড়তে ৬টি রাজনৈতিক দলের নেতারা মিলে গড়লেন জনতা পরিবার। বুধবার জেডিইউ, সমাজবাদী পার্টি, আরজেডি, এসজেপি, জেডিএস ও আইএনএলডি নেতারা মিলে ঘোষণা করলেন জনতা পরিবার গঠনের খবর। জেডি(ইউ) নেতা শরদ যাদব জানান সাংবাদিক সম্মেলনে জানান, দলের নেতৃত্ব দেবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। সংসদীয় বোর্ড কমিটির নেতৃত্বও দেবেন তিনি।

Updated By: Apr 15, 2015, 05:57 PM IST
বিজেপির শক্তি রুখতে ৬ রাজনৈতিক দলের জনতা পরিবার গঠন

ওয়েব ডেস্ক: বিজেপির বিরুদ্ধে লড়তে ৬টি রাজনৈতিক দলের নেতারা মিলে গড়লেন জনতা পরিবার। বুধবার জেডিইউ, সমাজবাদী পার্টি, আরজেডি, এসজেপি, জেডিএস ও আইএনএলডি নেতারা মিলে ঘোষণা করলেন জনতা পরিবার গঠনের খবর। জেডি(ইউ) নেতা শরদ যাদব জানান সাংবাদিক সম্মেলনে জানান, দলের নেতৃত্ব দেবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। সংসদীয় বোর্ড কমিটির নেতৃত্বও দেবেন তিনি।

শরদ যাদব বলেন, ৬টি দলের সভাপতিরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে ঠিক করবেন জনতা পরিবারের পতাকা ও প্রতীক কী হবে। কিন্তু ৬টি দলের মধ্যে মতানৈক্য এড়ানো যাবে কি? প্রশ্নের উত্তরে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব বলেন, দলের সদস্যদের মধ্যে ব্যক্তিগত অহং বোধের কোনও প্রশ্নই উঠছে না। আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একজোট হয়েছি। জনতা পরিবারকে লোকসভায় নেতৃত্ব দেবেন মুলায়ম সিং যাদব, রাজ্যসভায় নেতৃত্ব দেবেন শরদ যাদব। লোকসভায় এসপির ৫টি, আরজেডির ৪টি ও জেডি(ইউ)-র ২টি আসন রয়েছে। রাজ্যসভায় এসপির আসন সংখ্যা ১৫, আরজেডির ২ ও জেডি(ইউ)-এর ১২। ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় ২৩২টি আসন রয়েছে সমাজবাদী পার্টির।

অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার জনতা দলের লোকসভায় আসন সংখ্যা ২, রাজ্যসভায় ১। আইএনএলডির লোকসভায় আসন সংখ্যা ১, রাজ্যসভায় ২। সবমিলিয়ে নতুন দলের লোকসভায় আসন সংখ্যা হতে চলেছে ৩০, রাজ্যসভায় ১৫। চলতি বছর বিহার বিধানসভা ভোটের পর ২০১৭ সালে উত্তর প্রদেশ বিধানসভা ভোটেও লড়বে জনতা পরিবার।

নতুন দলের নাম হতে চলেছে সমাজবাদী জনতা পার্টি।

 

.