জমি অধিগ্রহণের নীতিতে অসংগতি, সন্মেলনে আলোচনা সিপিআইএমের

দলের ঘোষিত নীতির সঙ্গে রাজ্যে জমি অধিগ্রহণ নীতির সমন্বয় ছিল না। সেই কারণেই রাজ্যে দলের এই বিপর্যয় বলে মনে করছেন সিপিআইএমের অনেক নেতাই। রাজ্যে বাম সরকারের জমি অধিগ্রহণ নীতি নিয়ে সিপিআইএমের পার্টি কংগ্রেসে চলছে আলোচনা। পরিবর্তিত পরিস্থিতে সিপিআইএমের বর্তমান রাজনৈতিক কৌশল কতটা কার্যকরী তা নিয়েও আলোচনা চলছে। গতকালই বিশাখাপত্তনমে শুরু হয়েছে সিপিআইএমের ২১ তম পার্টি কংগ্রেস। এই পার্টি কংগ্রেসেই দলের নতুন সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সীতারাম ইয়েচুরি। শারীরিক কারণে পলিটব্যুরো থেকে সরে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য ও নিরুপম সেন। রাজ্য থেকে পলিটব্যুরোয় আসতে চলেছেন মহম্মদ সেলিম।

Updated By: Apr 15, 2015, 03:41 PM IST
জমি অধিগ্রহণের নীতিতে অসংগতি, সন্মেলনে আলোচনা সিপিআইএমের

ওয়েব ডেস্ক:দলের ঘোষিত নীতির সঙ্গে রাজ্যে জমি অধিগ্রহণ নীতির সমন্বয় ছিল না। সেই কারণেই রাজ্যে দলের এই বিপর্যয় বলে মনে করছেন সিপিআইএমের অনেক নেতাই। রাজ্যে বাম সরকারের জমি অধিগ্রহণ নীতি নিয়ে সিপিআইএমের পার্টি কংগ্রেসে চলছে আলোচনা। পরিবর্তিত পরিস্থিতে সিপিআইএমের বর্তমান রাজনৈতিক কৌশল কতটা কার্যকরী তা নিয়েও আলোচনা চলছে। গতকালই বিশাখাপত্তনমে শুরু হয়েছে সিপিআইএমের ২১ তম পার্টি কংগ্রেস। এই পার্টি কংগ্রেসেই দলের নতুন সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সীতারাম ইয়েচুরি। শারীরিক কারণে পলিটব্যুরো থেকে সরে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য ও নিরুপম সেন। রাজ্য থেকে পলিটব্যুরোয় আসতে চলেছেন মহম্মদ সেলিম।

.