মাওবাদী হামলায় নিহত ৭ নিরাপত্তা রক্ষী, আহত ১২
ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী হানায় প্রাণ গেল ৭ নিরাপত্তা রক্ষীর। আহত হয়েছেন ১২ জন। পিডমেল জঙ্গলের কাছে ১০০ মাওবাদীরা অতর্কিত হামলা চালায় ওই নিরাপত্তা রক্ষীদের ওপর। পাল্টা গুলি চালান স্পেশাল টাস্ক ফোর্সের জাওয়ানরা। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে গুলির লড়াই চলে দুপক্ষের মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহত জওয়ানদের চিকিৎসার জন্যে জগদলপুরে নিয়ে যাওয়া হয়েছে। পুলিস সূত্রে জানানো হয়েছে, আহতদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ২ জাওয়ানের।
![মাওবাদী হামলায় নিহত ৭ নিরাপত্তা রক্ষী, আহত ১২ মাওবাদী হামলায় নিহত ৭ নিরাপত্তা রক্ষী, আহত ১২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/04/11/36930-5-naxal.jpg)
ওয়েব ডেস্ক:ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী হানায় প্রাণ গেল ৭ নিরাপত্তা রক্ষীর। আহত হয়েছেন ১২ জন। পিডমেল জঙ্গলের কাছে ১০০ মাওবাদীরা অতর্কিত হামলা চালায় ওই নিরাপত্তা রক্ষীদের ওপর। পাল্টা গুলি চালান স্পেশাল টাস্ক ফোর্সের জাওয়ানরা। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে গুলির লড়াই চলে দুপক্ষের মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহত জওয়ানদের চিকিৎসার জন্যে জগদলপুরে নিয়ে যাওয়া হয়েছে। পুলিস সূত্রে জানানো হয়েছে, আহতদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ২ জাওয়ানের।
সূত্রের খবর, পিডমেল জঙ্গল হয়ে দরনাপাল অঞ্চলের দিকে যাচ্ছিলেন জওয়ানদের ওই দলটি। অন্ধ্র প্রদেশের সীমানা এলাকায় অপারেশনের জন্য রওনা হয়েছিলেন তারা। খবর পেয়ে অতর্কিত হামলা চালায় মাওবাদীরা।
এর আগে ২০১০ সালে এই সুকমা জেলাতেই মাওবাদী হানায় মৃত্যু হয়েছিল ৭৪ জন CRPF জাওয়ানের। ২০১৩ সালে ছত্তিশগড়ে মাওবাদী হানায় প্রাণ হারাতে হয়েছিল কংগ্রেস নেতা সহ ২৫ জন কে।