স্বস্তি, সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি জারি

সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তির তারিখ ২৫ জুলাই,২০১৬। মনে করা হচ্ছে আগামী মাস, অগাস্ট থেকেই সপ্তম পে কমিশনের বর্ধিত বেতন পেতে চলেছেন কেন্দ্র সরকারী কর্মচারীরা। গত ২৯ জুন সপ্তম বেতন কমিশনের সুপারিশ সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷ সঙ্গে উপকৃত হবেন ৫২ লক্ষ পেনশনভোগীও৷

Updated By: Jul 26, 2016, 12:00 PM IST
স্বস্তি, সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি জারি

ওয়েব ডেস্ক: সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তির তারিখ ২৫ জুলাই,২০১৬। মনে করা হচ্ছে আগামী মাস, অগাস্ট থেকেই সপ্তম পে কমিশনের বর্ধিত বেতন পেতে চলেছেন কেন্দ্র সরকারী কর্মচারীরা। গত ২৯ জুন সপ্তম বেতন কমিশনের সুপারিশ সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা৷ সঙ্গে উপকৃত হবেন ৫২ লক্ষ পেনশনভোগীও৷

জানুন-নিজেই এবার হিসেব কষে জেনে নিন নতুন পে কমিশনে আপনার বকেয়া কত!

জানুন-কত হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন?

বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম কমিশন মূল বেতন বৃদ্ধির সুপারিশ করেছিলেন৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যুনতম বেতন মাসে ১৮ হাজার টাকা ও সর্বাধিক বেতন মাসে আড়াই লক্ষ টাকা করারও সুপারিশ করেছিল বেতন কমিশন৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই প্রস্তাব মেনে নেন। আগে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের নুন্যতম বেতন ছিল ৭ হাজার টাকা। মাথুরের করা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সুপারিশও মেনে নিয়েছে সরকার। পে কমিশনের বেশিরভাগ সুপারিশই মেনে নেয় সরকার।

আরও পড়ুন-পে কমিশন লাগু হওয়ায়, এবার কী বাড়বে রেলের ভাড়া?

কমিশনের হিসেব মেনে নেওয়ায় বেতন, ভাতা ও পেনশন বাবদ সরকারের খরচ অনেকটাই বাড়বে।

 

.