'কোনও ঘাটতি নেই', যোগী আদিত্যনাথের ঘোষণার পর Oxygen-র অভাবে ২৪ ঘণ্টায় মৃত ৮

শুধু তাই নয়, তিনি স্পষ্ট করে বলেছেন, ‘‘সরকারি ও বেসরকারি, কোনও হাসপাতালেই অক্সিজেনের ঘাটতি নেই। কালোবাজারি ও অক্সিজেন মজুত করে রাখার ফলে কিছু সমস্যা হয়েছে''।

Updated By: Apr 28, 2021, 12:17 PM IST
'কোনও ঘাটতি নেই', যোগী আদিত্যনাথের ঘোষণার পর Oxygen-র অভাবে ২৪ ঘণ্টায় মৃত ৮

নিজস্ব প্রতিবেদন: সারা দেশ জুড়ে অক্সিজেনের ঘাটতি থাকলেও, উত্তরপ্রদেশে নেই। এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তাঁর পাওয়া তথ্য যে কতটা ঠিক তা নিয়ে প্রশ্ন উঠছে! কারণ, গত ২৪ ঘণ্টায় অক্সিজেন না পেয়ে ৮ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। 

দিল্লি ইতিমধ্যেই কেন্দ্র ও অন্যান্য রাজ্যের কাছে আর্জি জানিয়েছে অক্সিজেন পাঠানোর জন্য। কিন্তু যোগী আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যের কোনও হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই। 

আরও পড়ুন: বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, বাইকে চাপিয়ে শ্মশানে মায়ের মৃতদেহ নিয়ে গেলেন ছেলে-জামাই

শুধু তাই নয়, তিনি স্পষ্ট করে বলেছেন, ‘‘সরকারি ও বেসরকারি, কোনও হাসপাতালেই অক্সিজেনের ঘাটতি নেই। কালোবাজারি ও অক্সিজেন মজুত করে রাখার ফলে কিছু সমস্যা হয়েছে''।

এরপরই একদিন যেতে না যেতেই খবর এল, গত ২৪ ঘণ্টায় আগরার পারস হাসপাতালে ওই ৮ জন করোনা রোগী মারা গিয়েছেন। একাধিক হাসপাতালের বাইরে ঝুলতে দেখা গেল, 'Oxygen out of stock'। অর্থাৎ, অক্সিজেন নেই। জেলাশাসক প্রভু সিংহও অক্সিজেনের ঘাটতি মেনে নিয়েছেন। 

আরও পড়ুন: ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি, দেশের ১৫০ জেলায় হতে পারে সম্পূর্ণ Lockdown

বলা হচ্ছে, ২৪ ঘণ্টাতেই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই কমেছে অক্সিজেন। তবে এই নিয়ে ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলেছে, করোনা আক্রান্তের সংখ্যা আগামী দিনে বাড়বে , এটা খুবই স্বাভাবিক। তাহলে রাজ্যে যে শুধুমাত্র ২৪ ঘণ্টার অক্সিজেন মজুত রয়েছে, সেই তথ্য জানেন না কেন যোগী আদিত্যনাথ? 

আগরার একাধিক হাসপাতালেই অক্সিজেনে ঘাটতি দেখা দিয়েছে । তার জেরে অনেকে হাসপাতাল রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে। অক্সিজেনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে। 

.