ঝাড়খণ্ডে মজুত বাজিতে বিস্ফোরণ, নিহত ৮
ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ সীমানা লাগোয়া ঝাড়খণ্ডের ঘাটশিলায় বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ। ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। হতাহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার।
রবিবার সন্ধ্যায় ঘাটশিলা থেকে ৮৫ কিলোমিটার দূরে পূর্ব সিংভূম জেলার কুমারডুবি গ্রামে মজুত বাজিতে আগুন লাগে। তিন তলা ওই বাড়িতে বেআইনি ভাবে বাজি মজুত করা হয়েছিল বলে অভিযোগ। সেই সময় বাড়িটির পাশে বাজার বসেছিল। বিস্ফোরণের তীব্রতায় একটি দেওয়াল ধসে পড়ে। তাতে চাপা পড়েছেন বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে তাদের বিশেষ কিছু করার ছিল না। ঘটনার কথা জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।