৮টি রুটে ট্রেন চালানো বন্ধের প্রস্তাব রেলের, সমালোচনায় মুখ্যমন্ত্রী
৮টি অলাভজনক রুট বন্ধের সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নিজস্ব প্রতিবেদন: রেল চালিয়ে লাভ হয় না, তাই ৮টি অলাভজনক রুট বন্ধের প্রস্তাব দিল রেলমন্ত্রক। এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়েছে রেলমন্ত্রক। ওই চিঠিতে বলা হয়েছে, ট্রেন চালিয়ে লাভ হচ্ছে না। তাই ৮টি রুটে পরিষেবা চালানো সম্ভব নয়। রেলের এই সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে রেলমন্ত্রক। রাজ্যের মানুষকে এভাবে অপমান করা হচ্ছে।''
রেল শর্ত দিয়েছে, ওই ৮টি অলাভজনক রুট চালাতে গেলে রাজ্যকে অর্ধেক খরচ বহন করতে হবে। এনিয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''রাজ্য কেন খরচ বহন করবে? এটা তো রেলমন্ত্রকের দায়িত্ব।''
এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন কোন কোন রুটে বন্ধ হতে চলেছে ট্রেন পরিষেবা- রাজ্যে এই ৮টি রুটে ট্রেন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত রেলের