৮০ জন চিকিৎসক Corona সংক্রমিত, ভ্যাকসিন নিয়েও মৃত্যু সার্জেনের

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড় মাসুল দিতে হচ্ছে প্রথম সারির যোদ্ধাদের

Updated By: May 10, 2021, 11:02 AM IST
৮০ জন চিকিৎসক Corona সংক্রমিত, ভ্যাকসিন নিয়েও মৃত্যু সার্জেনের

নিজস্ব প্রতিবেদন: এক মাসে ৮০ জন চিকিৎসক করোনায় সংক্রমিত। তাঁদের মধ্যেই ছিলেন ৫৮ বছরের এক সার্জেনও।  দু'ডোজের ভ্যাকসিন নিয়েও শেষরক্ষা হল না। শনিবার মারা যান তিনিও। ভয়াবহ এই চিত্র দিল্লির এক কোভিড হাসপাতালের। সূত্রের খবর, ৮০ জন করোনা আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ১২ জনই হাসপাতালে ভর্তি। বাকিরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। 

আরও পড়ুন: কোথাও Lockdown,কোথাও কড়া curfew, 'কঠোরতা সূচক'-এ এগোল ভারত

হাসপাতালের সিনিয়র সার্জেন ডঃ এ কে রাওয়াত প্রায় ২৭ বছর ধরে সেখানে চিকিৎসা করছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তাঁর মারা যাওয়ার খবর বাকি চিকিৎসকদেরও মানসিক আঘাত পৌঁছয়। রিপোর্ট বলছে, রাজধানীর হাসপাতাল জুড়ে তিনশোরও বেশি চিকিৎসক ও প্যারামেডিকেল স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতালের সিএমও ডঃ পিকে ভরদ্বাজ জানান, 'ডঃ এ কে রাওয়াত আমার জুনিয়র ছিলেন।খুব সাহসী ছিলেন। ভ্যাকসিনের উপর ভরসা রাখতেন। তাঁরই প্রাণ কেড়ে নিল মারণ-ভাইরাস।'

আরও পড়ুন: 'দায়িত্বজ্ঞানহীন!' ভারত মহাসাগরে রকেট আছড়ে পড়া নিয়ে চিনকে তোপ NASA -র

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড় মাসুল দিতে হচ্ছে প্রথম সারির যোদ্ধাদের। দিল্লির এই কোভিড হাসপাতালের ঘটনা তা আরও একবার প্রমাণ করে দিল। সপ্তাহ দুয়েক আগেই অক্সিজেনের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছিল দিল্লির হাসপাতালগুলি। তবে ইতিমধ্যেই দিল্লিকে যেভাবেই হোক প্রয়োজনীয় অক্সিজেন দিতে হবে বলে  কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। ১৭মে পর্যন্ত আরও ৭দিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে কেজরিওয়ালের সরকার।

আরও পড়ুন: Corona বাড়ছে, কিন্তু বিশ্বের এই দেশগুলিতে Vaccine-ই নেই

.