উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১২, আহত ১৩

উত্তরাখণ্ডের জেলাশাসক আশিস চৌহান জানিয়েছেন, উত্তরকাশীর দামতার কাছে প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।

Updated By: Nov 18, 2018, 07:01 PM IST
উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১২, আহত ১৩
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। গুরুতর আহত ১৩। জানা যাচ্ছে, রবিবার জানকীচট্টি থেকে বিকাশ নগর যাওয়ার পথে উত্তরকাশীতে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন- সনিয়ার জন্যই পথে বসতে হয় সীতারামকে, 'কংগ্রেস সভাপতি’ বিতর্ক আরও উস্কে দিলেন মোদী

উত্তরাখণ্ডের জেলাশাসক আশিস চৌহান জানিয়েছেন, উত্তরকাশীর দামতার কাছে প্রায় ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। ১০ জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ২ জনের মৃত্যু হয় হাসপাতালে। আহতদের চপারে করে দেহরাদূন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিস জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চলছে উদ্ধারকাজ। বাসের মধ্যে দেহ থাকার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- ‘জালিয়াতি কংগ্রেসের রক্তে’, মধ্যপ্রদেশে চাঁচাছোলা আক্রমণ মোদীর

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আহতদের দ্রুত চিকিত্সা পরিষেবার জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

.