মুম্বইয়ে একই প্যান্ডেলে গণেশ পুজো ও ঈদের নামাজ

প্রতিবছরের মত এবারও দৃষ্টান্ত স্থাপন করল মুম্বই। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যখন সারা ভারতকে কলুষিত করছে, তখন মুম্বই আবার প্রমাণ করল, এটাই ভারত। ভারতবাসীদের একটাই জাতি, তাঁরা ভারতীয়। ধর্মীয় সংস্কৃতির মিলন মেলায় বছর বছর ধরে একই নজির ধরে রাখছে মুম্বই। গণেশ পুজোর প্যান্ডেলেই ঈদের নামজ সারলেন নামজিরা। সার ভারত তথা বিশ্বের কাছে এই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি এক অভুতপূর্ব দৃষ্টান্ত।   

Updated By: Sep 27, 2015, 04:21 PM IST
মুম্বইয়ে একই প্যান্ডেলে গণেশ পুজো ও ঈদের নামাজ

মুম্বই: প্রতিবছরের মত এবারও দৃষ্টান্ত স্থাপন করল মুম্বই। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যখন সারা ভারতকে কলুষিত করছে, তখন মুম্বই আবার প্রমাণ করল, এটাই ভারত। ভারতবাসীদের একটাই জাতি, তাঁরা ভারতীয়। ধর্মীয় সংস্কৃতির মিলন মেলায় বছর বছর ধরে একই নজির ধরে রাখছে মুম্বই। গণেশ পুজোর প্যান্ডেলেই ঈদের নামজ সারলেন নামজিরা। সার ভারত তথা বিশ্বের কাছে এই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি এক অভুতপূর্ব দৃষ্টান্ত।   

মুম্বইয়ের কোলাবা শহর। মুম্বইয়ের অন্যান্য শহরের মতই গণেশ পুজোতে মেতেছিল কোলাবা। গণেশ পুজোর সঙ্গেই এবার পড়েছিল ঈদ। গণেশ পুজোর প্যান্ডেলেই ঈদের নামাজ পড়লেন নামাজিরা।

 

.