ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আমাদের নতুন প্রতিবেশী: মোদী

ফেসবুক, টুইটার, ইনস্টগ্রামের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমাদের নতুন প্রতিবেশী হয়ে উঠেছে। গুগল আমাদের শিক্ষক, দাদু, দাদিদের অলস বানিয়ে দিয়েছে। সিলিকন ভ্যালিতে প্রবাসিদের সভায় বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী এমনসব কথাই বললেন।

Updated By: Sep 27, 2015, 09:29 AM IST
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আমাদের নতুন প্রতিবেশী: মোদী
ছবি-এএনআই।

ওয়েব ডেস্ক: ফেসবুক, টুইটার, ইনস্টগ্রামের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমাদের নতুন প্রতিবেশী হয়ে উঠেছে। গুগল আমাদের শিক্ষক, দাদু, দাদিদের অলস বানিয়ে দিয়েছে। সিলিকন ভ্যালিতে প্রবাসিদের সভায় বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী এমনসব কথাই বললেন।

সফরের চতুর্থ দিনে ক্যালিফোর্নিয়ার সান হোসে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩৩ বছরে এই প্রথম সিলিকন ভ্যালিতে পা রাখলেন কোনও প্রধানমন্ত্রী। মোদীকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন আমেরিকায় বসবাসকারী গুজরাটি এবং পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষরা। সেখান থেকে প্রধানমন্ত্রী যান পালো অলটোর টেসলা মোটরসে। টেসলার বৈদ্যুতিক গাড়ি কারখানা ঘুরে দেখেন তিনি। এরপর একে একে দেখা করেন অ্যাপল, মাইক্রোসফট, অ্যাডব, সিসকো ও  গুগলের মতো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার সিইওদের সঙ্গে।

অনুপ্রেরণার জন্য ভারতে গিয়েছিলেন স্টিভ জোবস। ভারতের সঙ্গে বরাবরই অন্যরকম সম্পর্ক অ্যাপলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে এমনটাই জানালেন অ্যাপলের সিইও টিম কুক। অন্যদিকে, ভারতে বিনিয়োগের কথা জানিয়েছে মাইক্রোসফট। সিইও সত্য নাদেল্লা জানিয়েছেন, ভারতে লো কস্ট ব্রডব্যান্ড চালু করতে চান তারা।  মোদীর ভূয়সী প্রশংসা শোনা গেছে সিসকো কর্তা জন চেম্বার্সের গলায়। জনের বক্তব্য, মোদী বিশ্ববাজারের ট্রেন্ড বোঝেন। আর সেই কারণেই দুনিয়া বদলে দিতে পারেন তিনি। সিলিকন ভ্যালিতে আইটি জায়েন্টদের সঙ্গে বৈঠকের পর ফেসবুকের সদর দফতরেও যাওয়ার কথা তাঁর।  

.