দিল্লির চিড়িয়াখানায় সাদা বাঘের হানায় প্রাণ গেল দ্বাদশ শ্রেণির ছাত্রের
মঙ্গলবারের দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লির চিড়িয়াখানায়। চিড়িয়াখানার সাদা বাঘের হানায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঘের খাঁচার দেওয়াল নিচু থাকায়, ছাত্রটি খাঁচার ভিতর পড়ে যায়।
নয়াদিল্লি: মঙ্গলবারের দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লির চিড়িয়াখানায়। চিড়িয়াখানার সাদা বাঘের হানায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঘের খাঁচার দেওয়াল নিচু থাকায়, ছাত্রটি খাঁচার ভিতর পড়ে যায়।
তখন খাঁচার মাঠেই ঘুরছিল বাঘটি। মিনিট খানেকের মধ্যে ছেলেটিকে মেরে ফেলে বাঘটি। ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন যাঁরা, তাঁরা জানিয়েছেন খবর পেয়ে যতক্ষণে নিরাপত্তা রক্ষীরা আসে, ততক্ষণে সব শেষ।