১ এপ্রিল থেকে আধার কার্ড ছাড়া আর এই কাজ করা যাবে না!

এবার আর্ধার কার্ড ছাড়া আর ১০০ দিনের কাজ করা যাবে না। জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ এপ্রিল থেকেই এই বিষয়টি লাগু হয়ে যাবে বলে বলা হয়েছে ওই ঘোষণায়।

Updated By: Jan 15, 2017, 03:19 PM IST
১ এপ্রিল থেকে আধার কার্ড ছাড়া আর এই কাজ করা যাবে না!
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : এবার আর্ধার কার্ড ছাড়া আর ১০০ দিনের কাজ করা যাবে না। জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ এপ্রিল থেকেই এই বিষয়টি লাগু হয়ে যাবে বলে বলা হয়েছে ওই ঘোষণায়।

আরও পড়ুন- খাদির পর নোট থেকেও কি বাদ পড়তে চলেছেন মহাত্মা গান্ধী?

বিষয়টি নিয়ে গত ছ'মাস ধরেই রাজ্য সরকারগুলিকে সতর্ক করেছিল কেন্দ্র। এবার সেই মেয়াদ শেষ হওয়ার পরই কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, ১ এপ্রিল থেকে আধার কার্ড ছাড়া আর ১০০ দিনের কাজের অনুমতি দেওয়া হবে না।

পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই প্রায় দেড় কোটির কাছাকাছি ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডার রয়েছে। তাদের মধ্য ৩২ শতাংশ মানুষের আধার কার্ড নেই। এই পরিস্থিতিতে কেন্দ্রের এমন ফতোয়াতে অশনি সংকেত দেখছে রাজ্য। পরিস্থিতি কমবেশী একই রকম পরিস্থিতি দেশের অনেক রাজ্যেই। 

.