প্রতিশ্রুতি মত সরকারি চুক্তি ভিত্তিক কর্মচারীদের ছাঁটাই বন্ধ করল আপ সরকার

Updated By: Feb 17, 2015, 05:12 PM IST
 প্রতিশ্রুতি মত সরকারি চুক্তি ভিত্তিক কর্মচারীদের ছাঁটাই বন্ধ করল আপ সরকার

নয়া দিল্লি: নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন অরবিন্দ কেজরিওয়াল। চুক্তি ভিত্তিক কর্মচারীদের ছেঁটে ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হল দিল্লির আপ সরকারের পক্ষ থেকে। এই জটিল বিষয়টি নিয়ে পর্যালোচনা ও পুনর্বিবেচনা না করা পর্যন্ত আর একজন চুক্তিভিত্তিক কর্মচারীকে কাজ থেকে ছাঁটাই করা যাবে না বলে সাফ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এর ফলে আপাত স্বস্তিতে অন্তত এক লাখ চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে উচ্চস্তরীয় বৈঠকের পর আজ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দিল্লি সরকারের বিভিন্ন বিভাগে প্রায় লাখ খানেক মানুষ চুক্তির ভিত্তিতে চাকরি করেন। এর মধ্যে আছেন ডাক্তার, নার্স, শিক্ষক, সাফাই কর্মীরাও।

যে সমস্ত কর্মচারীদের চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছিল সরকারের এই সিদ্ধান্তের ফলে সুবিধা পাবেন তাঁরাও।

গত কয়েক বছর ধরে দিল্লি সরকারের অধীনে শিক্ষা, পিডব্লুউডি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং নারী ও শিশু উন্নয়ন দফতরের অধীনে চুক্তির ভিত্তিতে বহু মানুষকে নিয়োগ করা হয়েছিল।

 

 

.