আপ কা কোলা, কেজরি মোর...'মাফলার' জ্বরে ভুগছে দিল্লি
বিপুল জন সমাগমে দিল্লির মসনদে দ্বিতীয় ইনিংস শুরু করলেন অরবিন্দ কেজরিওয়াল। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠেছিল রাজধানী। রামলীলা ময়দানে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল কেজরি জ্বরে ভোগা রাজাধানীর ছবি।
ওয়েব ডেস্ক: বিপুল জন সমাগমে দিল্লির মসনদে দ্বিতীয় ইনিংস শুরু করলেন অরবিন্দ কেজরিওয়াল। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠেছিল রাজধানী। রামলীলা ময়দানে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল কেজরি জ্বরে ভোগা রাজাধানীর ছবি।
আপ কা কোলা, কেজরি মোর বা মিনি কেজরিওয়াল। সবকিছুই তাকে গ্রহণ করতে। আবিরের পাশাপাশি এ দিন রামলীলা ময়দানে দেদার বিকলো ঠান্ডা পানীয়। তবে কোনও প্রচলিত ঠান্ডা পানীয় নয়, আজ সবকিছুই যে তার নামে। পানীয়ের নামও তাই আপ কা কোলা (AAP ka Cola)। যার ট্যাগলাইন, 'ড্রিঙ্ক অ্যান্ড ফাইট ফর ইওর রাইট।' অর্থাত্ পান করো ও নিজের অধিকারের জন্য লড়ো। দু'এক দিনের মধ্যেই বাজারে আসছে আপ কা কোলা।
ছিলেন কেজরি-মোরও। ময়ূরের সাজে আপ সমর্থকের পেখমের প্রতিটি পালকে ছিল কেজরিওয়ালের মুখ। ক্যামেরা দেখে খানিক নেচেও নিলেন তিনি।
তবে শুধু পাগল ভক্তরাই নন। বাদ যায়নি শিশুরাও। 'মিনি কেজরিওয়াল' সেজে সমাবেশে এসেছিল ৪ বছরের এক খুদেও। সোয়েটার, মাফলার, এমনকী এক কুচি গোঁফও জুড়েছিলেন আপ সুপ্রিমোর এই মিনি ভার্সন।