Exit Polls: রাজধানীতে গেরুয়ারাজে ইতি? দিল্লি পুরসভাও এবার আপের! ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

১৫ বছর পর দিল্লি পুরসভায় ক্ষমতা হারাতে চলেছে  বিজেপি!  সিংহভাগ আসনেই জিততে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল।

Updated By: Dec 5, 2022, 10:43 PM IST
Exit Polls: রাজধানীতে গেরুয়ারাজে ইতি? দিল্লি পুরসভাও এবার আপের! ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দেড় দশক পর পালাবদল? দিল্লিতে এবার জোর ধাক্কা খেতে চলেছে বিজেপি! বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, রাজধানীতে পুরভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ।

ব্যবধান মাত্র কয়েক মাসের। স্রেফ বাড়িতে তল্লাশি নয়, অক্টোবরে আবগারি দুর্নীতিকাণ্ডে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমন পাঠিয়েছিল সিবিআই। প্রায় ৯ ঘণ্টা ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ! শুধু তাই নয়, সিবিআই দফতর থেকে বেরিয়ে মণীশ দাবি করেছিলেন, 'আবগারি নীতি নিয়ে কথা হয়েছে। আমাকে আপ ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বলা হয়, বিজেপিকে আমাকে মুখ্যমন্ত্রী করবে'। বলেছিলেন,'এখন বুঝতে পারছি, সিবিআই কোনও দুর্নীতির তদন্ত করছে না। অপারেশন পদ্মকে সফল করার চেষ্টা করছে'। 

আরও পড়ুন: মালাবদলের পরই মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কনে!

দিল্লিতে পুরভোট হল ডিসেম্বরে। বুথফেরত সমীক্ষা যদি মিলে যায়, তাহলে দিল্লি পুরসভা আর বিজেপির দখলে থাকবে না! বরং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার রাজধানীতে পুর প্রশাসনও সামলাবে আপই। 

বুথফেরত সমীক্ষা: দিল্লি পুরসভা
-------------------
মোট আসন ২৫০
আপ- ১৩৪-১৪৬
বিজেপি- ৮২-৯৪
কংগ্রস-৮-১৪
অন্যন্য-১৪-১১

গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোট? মোদীর রাজ্যে ফের গেরুয়ারাজ! হিমাচল প্রদেশেও ক্ষমতায় ফিরতে পারে বিজেপিই।

বুথফেরত সমীক্ষা: হিমাচল প্রদেশ
------------
মোট আসন ৬৮
বিজেপি- ৩৫-৪০
কংগ্রেস ২০-২৫
আপ-০-৩
অন্যন্য- ১-৫

বুথফেরত সমীক্ষা: গুজরাত
-----
মোট আসন-১৮২
বিজেপি- ১১০-১২৫
কংগ্রেস- ৪৫-৬০
আপ-১-৫
অন্যন্য- ০-৪

অপেক্ষা মাত্র একদিনের। ৭ ডিসেম্বর, বুধবার ঘোষণা হবে দিল্লি পুরভোটের ফলাফল। গুজরাত ও হিমাচল প্রদেশের কুর্সিতে কোন দল? জানা যাবে তার পরের দিন, ৮ ডিসেম্বর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.