আস্থা ভোটে জয় আম আদমিদের, মানুষের স্বার্থে পাশে থাকার আশ্বাস কংগ্রেসের, কড়া তোপ বিজেপির
আস্থা ভোটে জয় পেল আমআদমি পার্টি। আম আদমি পার্টির আটাশ এবং কংগ্রেসের ৮, সবমিলিয়ে সরকারের হাতে ৩৬ জন বিধায়কের সমর্থন। আপ সরকার মানুষের স্বার্থে কাজ করে গেলে কংগ্রেস পাশে থাকবে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক অরবিন্দ সিং লাভলি। দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সমর্থন নেওয়ায় আপ দুর্নীতি নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা হর্ষ বর্ধন।
আস্থা ভোটে জয় পেল আমআদমি পার্টি। আম আদমি পার্টির আটাশ এবং কংগ্রেসের ৮, সবমিলিয়ে সরকারের হাতে ৩৬ জন বিধায়কের সমর্থন। আপ সরকার মানুষের স্বার্থে কাজ করে গেলে কংগ্রেস পাশে থাকবে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক অরবিন্দ সিং লাভলি। দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সমর্থন নেওয়ায় আপ দুর্নীতি নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা হর্ষ বর্ধন।
২ জানুয়ারি সকাল থেকেই নজর ছিল দিল্লি বিধানসভার দিকে। এদিনই যে অগ্নিপরীক্ষা ছিল অরবিন্দ কেজরিওয়ালের। অধিবেশন শুরু হতেই টানটান উত্তেজনা। বেলা দুটো থেকেই শুরু হয় আস্থা ভোট বিতর্ক। প্রথমেই বক্তব্য রাখেন আপ বিধায়ক মণীশ সিসোদিয়া। আপকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক হর্ষবর্ধন। কংগ্রেসের বিরোধিতা করে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে ক্ষমতায় এসেছে আপ। সরকার গড়তে গিয়ে দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের হাত ধরেছেন কেজরিওয়াল। ফলে আপ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক হর্ষবর্ধন।
দিল্লিতে আস্থা ভোটে আম আদমি পার্টিকে সমর্থনের কথা ঘোষণা করল কংগ্রেস। বিধানসভায় কংগ্রেস বিধায়ক অরবিন্দ সিং লাভলি এই ঘোষণা করেন। কংগ্রেস সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করায় আস্থা ভোটে আম আদমি পার্টির জয়ের রাস্তা সহজ হয়ে গেল। আম আদমি পার্টির আঠাশ এবং কংগ্রেসের আট, সবমিলিয়ে সরকারের হাতে আছে ছত্রিশ জন বিধায়কের সমর্থন। আজ বেলা দুটো থেকে আস্থা ভোটের ওপর আলোচনা শুরু হয়েছে দিল্লি বিধানসভায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সরকারের হয়ে প্রথমেই বক্তব্য রাখেন মণিশ সিসোদিয়া। বিকেলে বিতর্ক শেষে হবে ভোটাভুটি।