আজ নূপুর তলোয়ারের আর্জির রায় সুপ্রিম কোর্টের
আরুষি-হেমরাজ হত্যাকাণ্ডে নূপুর তলোয়ার এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বয়ং নূপুর তলোয়ার। নূপুর তলোয়ারের সেই রিভিউ পিটিশনের আজ রায় দেবে সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। জোড়া হত্যাকাণ্ডে নূপুর তলোয়ার এবং তাঁর স্বামী রাজেশ তলোয়ারের বিরুদ্ধে খুনের অভিযোগে চার্জ গঠন করেছে সিবিআই।
আরুষি-হেমরাজ হত্যাকাণ্ডে নূপুর তলোয়ার এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বয়ং নূপুর তলোয়ার। নূপুর তলোয়ারের সেই রিভিউ পিটিশনের আজ রায় দেবে সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। জোড়া হত্যাকাণ্ডে নূপুর তলোয়ার এবং তাঁর স্বামী রাজেশ তলোয়ারের বিরুদ্ধে খুনের অভিযোগে চার্জ গঠন করেছে সিবিআই। শুধু খুনই নয়, প্রমাণ লোপাট বা ভুল তথ্য দেওয়ার অভিযোগেও চার্জ গঠন করা হয়েছে তলোয়ার দম্পতির বিরুদ্ধে। তাঁর এবং তাঁর স্বামীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজের আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছিলেন নূপুর তলোয়ার। ২০০৮ সালের ১৫ মে নয়ডার জলবায়ু বিহারে নিজেদের বাড়িতে খুন হয় আরুষি তলোয়ার। দু`দিন পর বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় বাড়ির পরিচারক হেমরাজের দেহও। জোড়া খুনের মামলায় মূল অভিযুক্ত আরুষির বাবা এবং মা।