Tripura বিজেপির বাপের জাগীর নয়, আর ১৭-১৮ মাস, বিপ্লব দেবের কহানি খতম: Abhishek
আগামী বিধানসভা ভোটে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার গড়বে বলে আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা (Tripura) আদালতে জামিন পেয়েছেন ১৪ জন তৃণমূল নেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের। ধৃতদের আদালতে শুনানির সময় টানা খোয়াই থানায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিকেলে থানা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁর হুঁশিয়ারি,'বিজেপির পৈতৃক সম্পত্তি নয় ত্রিপুরা। আর ১৭ থেকে ১৮ মাস। বিপ্লববাবুর শেষের শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে কীভাবে হারাতে হয় তা তৃণমূল কংগ্রেস ভালো করে জানে।'
ত্রিপুরায় বিজেপির গুন্ডারাজ চলছে বলে দাবি করেন অভিষেক (Abhishek Banerjee)। খোয়াই থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন,'পরিস্থিতি আপনারা নিজের চোখে উপলব্ধি করলেন। আমি এক সপ্তাহের মধ্যে দু'বার এসেছি। যেভাবে এরা গাড়ি ভাঙছে, পাথর ছুড়ছে তাতে এটা প্রমাণ করে ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই। আক্রান্তদের গ্রেফতার করা হচ্ছে। যারা মারছে তাদের আড়াল করছে প্রশাসন। কোন রাজনৈতিক দলের কথায় পুলিস চলছে এটা সবাই জানে। প্রশাসনকে দোষ দিই না। পদ বাঁচানোর স্বার্থে করতে হচ্ছে। এর অবসান শীঘ্রই ঘটবে।'
ত্রিপুরায় (Tripura) কি দেশের আইন প্রযোজ্য নয়, প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর বক্তব্য,'আচ্ছা আপনারা বলুন তো আপনাদের চোখের সামনে ৫০০ জন জড়ো হয়নি দুপুরে। এটা মহামারি আইন ভঙ্গ নয়! ত্রিপুরা কি আলাদা দেশ নাকি? ভারতের আইন কি প্রয়োগ করা হবে না? ত্রিপুরাকে বিজেপি সরকার কি পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে? রাস্তায় বেরোলে গ্রেফতার করছে। অথচ জায়গায় জায়গায় বিজেপির দুষ্কৃতীরা যখন রড, বল্লম ও দাঁ দিয়ে হামলা করছে তখন চোখে কাপড় পড়ে যাচ্ছে। এই দ্বিচারিতা চলবে না।'
আগামী বিধানসভা ভোটে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার গড়বে বলে আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়,'ত্রিপুরার সরকার যদি ভাবে ভয় দেখিয়ে দুটো পাথর মেরে তৃণমূলকে দমিয়ে রাখবে তাহলে এরা মুর্খের স্বর্গে বাস করছে। যত আঘাত করবে তৃণমূলের জেদ তত বাড়বে। নৈরাজ্য, অনাচার চলছে। মানুষ এক বুক স্বপ্ন নিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা করেছিল। ১০০ বছর পিছিয়ে দিয়েছে ত্রিপুরাকে। আর ১৭ থেকে ১৮ মাস। বিপ্লববাবুর শেষের শুরু হয়ে দিয়েছে। বিজেপিকে কীভাবে হারাতে হয় তৃণমূল কংগ্রেস ভালো করে জানে। কহানি খতম। দেড় বছর পরিশ্রম করব। বিজেপির সরকারকে সমূলে উৎখাত করব।'
আরও পড়ুন- TMC: ক্যামাক স্ট্রিটে Abhishek-র দরবারে Rajib, শীঘ্রই ফুলবদল?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)