১৫ বছরের কিশোরীকে ধর্ষণের শাস্তি ৫ চর

Updated By: Jan 22, 2016, 02:06 PM IST
১৫ বছরের কিশোরীকে ধর্ষণের শাস্তি ৫ চর

ওয়েব ডেস্ক: বিচিত্র। হতভম্ব। অযৌক্তিক। মাথা মোটা। হাজার হাজার বিশেষণ কিংবা তর্কের ১০০ যুক্তি দিলেও পাল্টা যুক্তি পাওয়া যাবে না, ধর্ষণের এমন এক শাস্তির নিদান দিল উত্তর প্রদেশের ভাগপত গ্রাম পঞ্চায়েত মাতব্বররা। ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের শাস্তি হিসেবে মাত্র ৫ চর দেওয়া হল অভিযুক্তকে। তারপরই অভিযুক্তের মুক্ত। পৃথিবীর কোনও দেশে কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা, তা হরফ করে বলা যায়, এমনটা হয়নি। কারণ, এটা হওয়াটাই সম্ভব নয়। নারীর সম্ভ্রমের মূল্য কিনা ৫ চর?

জি নিউজের খবর সূত্র অনুযায়ী, স্কুল থেকে ফেরার সময় ওই কিশোরীকে অপহরণ করা হয় এবং পরে তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনা সংবাদ মাধ্যমের সামনে আসতেই তরিঘরি ব্যবস্থা নেয় ভাগপত থানা। অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে স্বতোপ্রনোদিত মামলা করেছে পুলিস।  

.