Adhir on Modi: 'কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালোবাসেন', মোদীকে ঝাঁঝালো আক্রমণ অধীরের!
সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট পেশের পর রীতিমাফিক এবার জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। কবে? আজ, সোমবার। সংসদে দাঁড়িয়ে সেদিন যখন কংগ্রেস-সহ বিরোধীদের তুলোধনা করলেন মোদী, সেদিনই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'প্রধানমন্ত্রী সবকিছু হতে পারলেন, কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রনায়ক হতে পারলেন না'। লোকসভায় জবাবি ভাষণের পর মোদীকে রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী। বললেন, 'এমন অশোভনীয় বক্তব্য় প্রধানমন্ত্রীর কাছে শুনব আশা করিনি। তিনি যেখানে ছিলেন, সেখানেই রয়ে গিয়েছেন। আমরা আশা করেছিলাম, তিনি রাষ্ট্রনায়কের মতো এগোনোর চেষ্টা করবেন। কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালোবাসেন'।
আরও পড়ুন: PM Narendra Modi: লোকসভা ভোটে কত আসন পাবে বিজেপি, সংসদেই ঘোষণা করে দিলেন মোদী
সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট পেশের পর রীতিমাফিক এবার জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। কবে? আজ, সোমবার। সংসদে দাঁড়িয়ে সেদিন যখন কংগ্রেস-সহ বিরোধীদের তুলোধনা করলেন মোদী, সেদিনই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।
অধীর বলেন, 'প্রথমবার আপনি ভোটে জিতেছিলেন, দেশের মানুষকে ধাপ্পা মেরে, আচ্ছে দিন আনব। ১৫ লক্ষ টাকা ফেরত দেব। পার্টি পরে স্বীকার করেছিল, এটা রাজনৈতিক জুমলা। দ্বিতীয়বার আপনি জিতেছিলেন, পুলওয়ামা ও তারপর বালাকোটকে সামনে রেখে। বালাকোট যে সত্য , আপনি প্রমাণ করতে পারেননি। উল্টে আমি বলেছি, বালাকোটের ঘটনা আপনারা যেভাবে বলছেন, তা সঠিক নয়। কারণ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তথ্য দিয়ে বলেছে, সেখানে এমন কোনও বড় ধরনের আক্রমণ হয়নি'।
মোদীকে অধীরের 'চ্যালেঞ্জ', 'পাকিস্তানের বালাকোটে আক্রমণ সত্যি কিনা, আপনাকে বলুন'। প্রদেশ কংগ্রেস সভাপতির আরও বক্তব্য, 'সারা দেশ ব্যাপী একটি হাওয়া তুলে দিয়ে, মোদী শক্তিমান! যে ভোটটা হয়েছিল সেটা সঠিক নয়। তৃতীয় বার মোদী আবার ভোটে নামছে, বিজেপি আবার ভোটে নামছে। এবার ভগবান রামকে হাতিয়ার করেছে। ২০১৪-এ জুমলাবাজি, ২০১৯-এ ঘটনা সত্য না অসত্য আজও আমরা জানি না। ভোট হয়ে গিয়েছে, জিতে গিয়েছে। ঘটনা প্রমাণ করতে পারে না এটা সত্য। তৃতীয়বার যখন হাতে কিছু নেই, প্রভু রামকে নির্বাচনের উপকরণ করে আবার ভোটে নামতে চলেছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)