বিয়ের বয়স হয়নি? বাধা নেই লিভ টুগেদারে, জানাল আদালত

ব্যক্তিস্বাধীনতাকে যে কোনও মূল্যে সুরক্ষিত করতে চেয়েছে আদালত।

Updated By: Dec 30, 2020, 06:22 PM IST
বিয়ের বয়স হয়নি? বাধা নেই লিভ টুগেদারে, জানাল আদালত

নিজস্ব প্রতিবেদন: প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা লিভ টুগেদার করতেই পারেন! জানিয়ে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

উনিশ বছরের এক তরুণী এবং কুড়ি বছরের এক তরুণের সম্পর্কের বৈধতা নিয়ে হওয়া একটি মামলার সূত্রে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল, কোনও তরুণ বিয়ের বয়সে না পৌঁছলেও লিভ টুগেদারের সম্পর্কে জড়াতে তাঁর কোনও আইনি বাধা নেই।

রায়ে জাস্টিস অলকা সারিনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আইনি পরিসীমাকে মান্য করেই যে-কোনও 'কাপলে'র তাঁদের নিজের মতো জীবনযাপনের অধিকার রয়েছে। বেঞ্চ আরও জানাল, সমাজ কখনও ঠিক করে দিতে পারে না, কী ভাবে একজন ব্যক্তিমানুষ তাঁর জীবন কাটাবেন। সংবিধান প্রত্যেকের ব্যক্তিস্বাধীনতাকে সুরক্ষিত করে। জীবনসঙ্গীকে বেছে নেওয়াটাও সেই স্বাধীনতার পর্যায়ভুক্ত। বাবা-মা কখনওই প্রাপ্তবয়স্ক সন্তানকে কোনও বিষয়ে জোর করতে পারেন না।

Also Read:    ১ জানুয়ারি থেকে FasTag না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল 

.