আম্মার মৃত্যুর দু-ঘণ্টার মধ্যেই তাঁর উত্তরাধিকারী ঠিক করে ফেলল ADMK
মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা।গতকাল রাত সাড়ে এগারোটায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন তিনি। বাইশে সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন। আম্মা এ বার বাড়ি ফিরবেন বলে যখন শোনা যাচ্ছিল তখনই রবিবার বিকেলে আচমকা হার্ট অ্যাটাক। অবশেষে মৃত্যু।
![আম্মার মৃত্যুর দু-ঘণ্টার মধ্যেই তাঁর উত্তরাধিকারী ঠিক করে ফেলল ADMK আম্মার মৃত্যুর দু-ঘণ্টার মধ্যেই তাঁর উত্তরাধিকারী ঠিক করে ফেলল ADMK](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/06/72215-notun6-12-16.jpg)
ওয়েব ডেস্ক: মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা।গতকাল রাত সাড়ে এগারোটায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন তিনি। বাইশে সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন। আম্মা এ বার বাড়ি ফিরবেন বলে যখন শোনা যাচ্ছিল তখনই রবিবার বিকেলে আচমকা হার্ট অ্যাটাক। অবশেষে মৃত্যু।
আরও পড়ুন রিল লাইফের সুন্দরী নায়িকা থেকে রিয়েল লাইফে ছ-বার মুখ্যমন্ত্রী!
আম্মার মৃত্যুর দু-ঘণ্টার মধ্যেই তাঁর উত্তরাধিকারী ঠিক করে ফেলল ADMK. তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন পনিরসেলভম। কাল রাতেই তাঁকে নেতা বেছে নেন ADMK বিধায়করা। আম্মার ছবি পকেটে নিয়ে রাত সোয়া একটা নাগাদ রাজভবনে শপথ নেন তিনি। পনিরসেলভমের সঙ্গেই জয়ললিতা মন্ত্রিসভার একতিরিশ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাও।
আরও পড়ুন শেষ হল ৭৫ দিনের লড়াই, মৃত্যুর কাছে হার মানলেন জয়ললিতা