পরবর্তী শুনানি ৮ এপ্রিল

এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার মামলায় পরবর্তী শুনানির দিন ৮ এপ্রিল ধার্য করল আদালত। এই মামলাটিতেই মূল অভিযুক্ত সলমন খান। ১১ বছর পর আজ এই মামলার শুনানি ছিল মুম্বইয়ের দায়রা আদালতে। সলমন খানের হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি।

Updated By: Mar 25, 2013, 09:42 AM IST

এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার মামলায় পরবর্তী শুনানির দিন ৮ এপ্রিল ধার্য করল আদালত। এই মামলাটিতেই মূল অভিযুক্ত সলমন খান। ১১ বছর পর আজ এই মামলার শুনানি ছিল মুম্বইয়ের দায়রা আদালতে। সলমন খানের হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি।
 পাশাপাশি পরবর্তী শুনানির দিনেও তাঁর হাজিরা নিয়ে কোনও রকম সমন জারি করেনি আদালত। ফলে আপাতত ভাবে এই মামলায় সাময়িক স্বস্তি পেলেন সলমন খান। এমনটাই মনে করছেন তাঁর আইনজীবীরা।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বান্দ্রা এলাকায় ফুটপাতে শুয়ে থাকা এক ব্যক্তিকে চাপা দেয়  সলমন খানের গাড়ি। মৃত্যু হয় ওই ব্যক্তির। গুরুতর জখম হন আরও চারজন। সেই সময় মদ্যপ অবস্থায় সলমন খান গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। আইনজীবী মহলের মত অভিযোগ প্রমাণিত হলে বেশ কয়েক বছরের সাজা হলে পারে সলমনের।

.