Agnipath Scheme Protest:'অগ্নিপথ' বিতর্কে অগ্নিগর্ভ দেশ! একাধিক ট্রেনে আগুন, মথুরায় পুলিসের গুলি
অভিযোগ, সেকেন্দ্রাবাদ স্টেশনেও সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। চার, পাঁচটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগানো হয়েছে, ২-৩টে কোচেও অগ্নিসংযোগ করা হয়েছে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার একে গুপ্ত জানিয়েছেন, আন্দোলনের কারণে সাময়িক ভাবে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme) নিয়ে অগ্নিগর্ভ রাজপথ। দেশের ৯ রাজ্যে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ। সরকারি সম্পত্তি নষ্ট, ট্রেন অগ্নিসংযোগ, অবরোধ, রেল রোকো চলছে।
মথুরায় সাধারণ মানুষের উপর পাথরবাজির অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় পুলিস। দানাপুর স্টেশনে দানাপুর-ফারাক্কা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস-সহ অন্যান্য ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানেই একদল বিক্ষোভকারী ২৫টি চার চাকার গাড়ি এবং ৬০টি বাইকে ভাঙচুর চালিয়েছে। পাটনার ডিএম জানিয়েছেন, প্রায় ১৫০০ জন আন্দোলনকারী এই ধ্বংসলীলা চালিয়েছে। সিসি ক্যামেরা দেখে আন্দোলনকারীদের চিহ্নিত করা হয়েছে। যাঁদের মধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
मथुरा में आम जनता और पुलिस वालो पर पथराव कर रहे प्रदर्शनकारियों पर पुलिस ने गोलियाँ चलाईं.
#Agnipath #AgnipathRecruitmentScheme #Agniveer pic.twitter.com/cJEaU63jkJ
— Chaudhary Parvez (@ChaudharyParvez) June 17, 2022
অভিযোগ, সেকেন্দ্রাবাদ স্টেশনেও সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। চার, পাঁচটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগানো হয়েছে, ২-৩টে কোচেও অগ্নিসংযোগ করা হয়েছে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার একে গুপ্ত জানিয়েছেন, আন্দোলনের কারণে সাময়িক ভাবে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
Around 1500 protesters gathered here and vandalized property at the Danapur station. 24 protesters were arrested. The identification of protestors will be done on the basis of CCTV & video footage available. FIR registered. Train services to be restored shortly: Patna DM pic.twitter.com/TOnhDAXtzs
— ANI (@ANI) June 17, 2022
শুধু রেলস্টেশনে হামলা বা রাস্তায় অবরোধ-বিক্ষোভ নয়, বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। বিহারের বেতিয়ায় উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। এছাড়া মাধেপুরে বিজেপি পার্টি ফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
আরও পড়ুন: Agnipath scheme: 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, বয়সের ঊর্ধ্বসীমা বদলাল কেন্দ্র