Contai Cooperative Bank Election: শুভেন্দু-গড়ে ভরাডুবি বিজেপির, কাঁথি সমবায় ভোটে তৃণমূলেরই জয়জয়কার!
Contai Cooperative Bank Election: তৃণমূল থাকাকালীন এই কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্য়ান ছিলেন শুভেন্দু। এরপর যখন বিজেপিতে যোগ দেন, তখন চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। স্বাভাবিক কারণে বিরোধী দলনেতার কাছে এই ভোট ছিল 'প্রেস্টিজ ফাইট'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুভেন্দু অধিকারীর গড়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সমবায় ভোট। কিন্তু তাতেও ভরাডুবি বিজেপির! কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে জয়জয়কার তৃণমূলেরই। এখনও পর্যন্ত যা খবর, ১০৮ আসনের মধ্যে ১০১ আসনে জিতেছেন শাসকদল সমর্থিত প্রার্থীরা। আর বিজেপি সমর্থিত প্রার্থীদের দখলের ৭ আসন। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী থাকা বুথের বেশির আসনেই ধরাশায়ী গেরুয়াশিবির।
আরও পড়ুন: Hooghly: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরেই আসরে বিধায়ক, নিজের এলাকায় পানীয় জলের অবৈধ লাইন...
ঘটনাটি ঠিক কী? তৃণমূল থাকাকালীন এই কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্য়ান ছিলেন শুভেন্দু। এরপর যখন বিজেপিতে যোগ দেন, তখন চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। স্বাভাবিক কারণে বিরোধী দলনেতার কাছে এই ভোট ছিল 'প্রেস্টিজ ফাইট'। আবার শুভেন্দু 'পাড়া'য় সমবায় ভোটে জিততে ঝাঁপিয়ে ছিল তৃণমূল। আজ, রবিবার সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে চলে ভোটপর্ব।
প্রায় ৩ বছর ধরে কোনও পরিচালনা সমিতি ছিল না। ব্যাংক চালাচ্ছিলেন রাজ্য সরকার নিযুক্ত স্পেশাল অফিসার। ভোট হবে কবে? মামলা গড়িয়েছিল হাইকোর্টে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো ১৫ ডিসেম্বর ভোটে দিনক্ষণ স্থির হয়। সিদ্ধান্ত হয়েছিল, কাঁথির তিন স্কুলে পাঁচটি বুথ করা হবে। কিন্তু সর্বভারতীয় পরীক্ষার কারণে স্কুলে ভোটের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। অভিযোগ, কাঁথি শহর থেকে বহুদূরে বুথ করা হয়েছে। সেই মামলায় সুপ্রিম কোর্ট দেয়, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে। যা নজিরবিহীন।
আরও পড়ুন: Baharampore: পদ্মপাড়ে নৈরাজ্য! বাংলাদেশের দলকে বাদ দিয়ে শুরু 'দেশবিদেশের নাট্যমেলা'...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)