বারো ঘণ্টা পার, রাজধানীতে ভয়ঙ্কর আগুন নেভাতে উড়ে এল বায়ুসেনার কপ্টার

মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ মালব্য নগরে একটি রবার কারখানায় আগুন লেগে ‌যায়। ‌কারখানার সামনে দাঁড়িয়ে থাকা রবারভর্তি ট্রাক থেকে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়

Updated By: May 30, 2018, 09:46 AM IST
বারো ঘণ্টা পার, রাজধানীতে ভয়ঙ্কর আগুন নেভাতে উড়ে এল বায়ুসেনার কপ্টার

নিজস্ব প্রতিবেদন: বারো ঘণ্টা পার। দিল্লির মালব্য নগরের ভয়ঙ্কর আগুন এখনও নেভেনি। বাধ্য হয়েই ডাকতে হল বায়ুসেনার কপ্টার। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, মালব্য নগরের রবার গুদামের আগুন নেভাতে বায়ুসেনার একটি এমআই ১৭ কপ্টারকে কাজে লাগানো হয়েছে।

আরও পড়ুন-দেশজুড়ে আজ থেকে ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমও

মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ মালব্য নগরে একটি রবার কারখানায় আগুন লেগে ‌যায়। ‌কারখানার সামনে দাঁড়িয়ে থাকা রবারভর্তি ট্রাক থেকে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। গতকালই দমকলের ৩০টি ইঞ্জিন কাজে নেমেছিল। ১২ ঘণ্টা লড়াই করার পরও আগুন নিয়ন্ত্রণে আনা ‌যায়নি। বুধবার দমকলের এক কর্মী সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আগুন নেভাতে আরও ৩-৪ ঘণ্টা লাগবে।

আরও পড়ুন-অর্থ নিয়ে কাড়াকাড়ি, চিড় 'ধরছে' জোটে

কারখানার আগুন এতটাই তীব্র ‌যে কাজ করতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। কারখানার আসপাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে বহু দোকান।  

.