অখিলেশ যাদব সরকারের গাফিলতিতেই কি মথুরায় হিংসা?
অখিলেশ যাদব সরকারের গাফিলতিতেই কি মথুরায় হিংসা? এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে সামনে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী, সেদিন জওহর বাগে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। ৪০টিরও বেশি রিপোর্টে সরকারকে সতর্ক করেন গোয়েন্দারা। কিন্তু, গোয়েন্দা রিপোর্টে কান দেয়নি অখিলেশ সরকার। এমনকি, সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরে অতিরিক্ত ফোর্স চেয়ে পাঠায় জেলা প্রশাসন। সঠিক সময়ে সেই ফোর্সও পাঠানো হয়নি।
ওয়েব ডেস্ক: অখিলেশ যাদব সরকারের গাফিলতিতেই কি মথুরায় হিংসা? এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে সামনে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী, সেদিন জওহর বাগে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। ৪০টিরও বেশি রিপোর্টে সরকারকে সতর্ক করেন গোয়েন্দারা। কিন্তু, গোয়েন্দা রিপোর্টে কান দেয়নি অখিলেশ সরকার। এমনকি, সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরে অতিরিক্ত ফোর্স চেয়ে পাঠায় জেলা প্রশাসন। সঠিক সময়ে সেই ফোর্সও পাঠানো হয়নি।
রিপোর্টে উঠে এসেছে আরেকটি চাঞ্চল্যকর দিক। বলা হচ্ছে, আজাদ ভারত নামে ওই সংগঠনটি শিশুদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, তাও অজানা ছিল না অখিলেশ সরকারের। কিন্তু,সবকিছু জেনেও কোনও ব্যবস্থা নেয়নি অখিলেশ যাদব সরকার। সবমিলিয়ে বড় হয়ে উঠছে অখিলেশ সরকারের গাফিলতির দিকটাই। অন্যদিকে, মথুরা হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ।