দিল্লির অক্ষরধাম মন্দিরে হামলার ছক ফাঁস, গ্রেফতার ৩ কাশ্মীরি যুবক
অভিযুক্ত তিন জন গত ২ জানুয়ারি দিল্লির জামা মসজিদ এলাকায় আল রশিদ নামে একটি গেস্ট হাউসকে ডেরা হিসাবে ব্যবহার করেছিল
ওয়েব ডেস্ক: দিল্লির অক্ষরধাম মন্দিরে হামলার ছক কষেছিল জঙ্গিরা। মথুরা থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারের পরেই বেরিয়ে এল হামলার নীল নকশা।
রবিবার মথুরা থেকে বিলাল আহমেদ ওয়ানি নামে এক কাশ্মীরি যুবককে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। তাঁকে জেরা করেই জানা যায় অক্ষরধাম হামলার ছক। পুলিসের জেরায় ওয়ানি জানিয়েছে, সে ও তার আরও দুই সঙ্গী আগামী ২৬ জানুয়ারি দিল্লির অক্ষরধাম মন্দিরে হামলার ছক কষেছিল। পাশাপাশি ২৬ জানুয়ারি প্যারেডেও হামলার পরিকল্পনা ছিল তাদের।
আরও পড়ুন-ইস্তফা দেননি শাঁওলি, দাবি পার্থর
অভিযুক্ত তিন জন গত ২ জানুয়ারি দিল্লির জামা মসজিদ এলাকায় আল রশিদ নামে একটি গেস্ট হাউসকে ডেরা হিসাবে ব্যবহার করেছিল। সেখান থেকে ওয়ানির দুই সঙ্গী মহম্মদ আশরফ ও মুদাসির আহমেদকে গ্রেফতার করে দিল্লি পুলিস ও ইউপি এটিএস। হামলার ছক ফাঁস হওয়ার পরই দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেরায় জানা গিয়েছে, ওয়ানি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা। রবিবার সে মথুরা থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে দিল্লি আসার চেষ্টা করছিল। তখনই তাকে গ্রেফতার করা হয়।