বাবরির জমিতে মন্দির তৈরির প্রস্তাব দিয়ে শাস্তির মুখে ল’ বোর্ড সদস্য

বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার সমাধান সূত্রের কথা বলতে গিয়ে মাওলানা সালমান প্রস্তাব দেন, অ‌যোধ্যায় ‌যে জমিটি নিয়ে বিতর্ক সেই জমিটি রাম মন্দির তৈরির জন্য দিয়ে দেওয়া হোক

Updated By: Feb 10, 2018, 07:39 PM IST
বাবরির জমিতে মন্দির তৈরির প্রস্তাব দিয়ে শাস্তির মুখে ল’ বোর্ড সদস্য

নিজস্ব প্রতিবেদন: বাবরি মসজিদের জমি মন্দির তৈরির জন্য দেওয়ার প্রস্তাব দিয়ে বিপাকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল বোর্ডের সদস্য মওলানা সালমান হাসনে নাদভি। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভি‌যোগে পদক্ষেপ নিতে পারে বোর্ড।

বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার সমাধান সূত্রের কথা বলতে গিয়ে মাওলানা সালমান প্রস্তাব দেন, অ‌যোধ্যায় ‌যে জমিটি নিয়ে বিতর্ক সেই জমিটি রাম মন্দির তৈরির জন্য দিয়ে দেওয়া হোক। মাওলানা সালমানের ওই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ল বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মসজিদের জন্য হস্তান্তর, বিক্রি করা ‌যায় না।

আরও পড়ুন-আমলাদের ঘায়েল করতে কবজির মোচড়ে স্পিনের অনুশীলন পেস বোলারদের  

এদিকে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাওলানা সালমানের বিরুদ্ধে অভি‌যোগের তদন্ত করছে একটি কমিটি। ওই কমিটি রিপোটর্ট দেওয়ার পরই এনিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

.