ভিনধর্মে বিয়ে মানেই লাভ জিহাদ নয়, মন্তব্য নকভির

Updated By: Nov 4, 2017, 05:47 PM IST
ভিনধর্মে বিয়ে মানেই লাভ জিহাদ নয়, মন্তব্য নকভির

নিজস্ব প্রতিবেদন: লাভ জিহাদ নিয়ে একপ্রকার দলের বিরুদ্ধেই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। শুক্রবার এক সাক্ষাতকারে নকভি বলেন, ভিনধর্মে বিয়েকে লাভ জিহাদ বলে গন্য করা ঠিক নয়।

নকভি এদিন বলেন, আমি জোর করে ধর্মান্তর করার বিরুদ্ধে। কিন্তু সেখানে, ভিনধর্মে বিয়ে 'লাভ জিহাদ' নয়। আমি নিজে ভিন ধর্মে বিয়ে করেছি। বুঝতে পারছি না কোথা থেকে এই 'লাভ জিহাদ' কথাটা এল।

নকভি আরও বলেন, ভিনধর্মে বিয়ে করার মধ্যে ‌যদি কোনও ষড়‌যন্ত্র থাকে, তাহলে তা নিয়ে তদন্ত হওয়া উচিত। কোনও দেশই এই ধরনের প্রচেষ্টা মেনে নিতে পারে না। এরকম ক্ষেত্রে ‌যদি কোনও ষড়‌যন্ত্রের অভি‌যোগ ওঠে তাহলে তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।

আরও পড়ুন-২০১৭-১৮ অর্থবর্ষে ১৮০০ কোটির ডিজিটাল লেনদেন হবে : অর্থমন্ত্রক 

সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে ভিনধর্মে বিয়ে করার বিষয়টিকে 'লাভ জিহাদ' আক্ষা দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপির কয়েকজন নেতা। তাঁদের মত, ভিন ধর্মে ভালোবেসে বিয়ের মধ্যে রয়েছে ষড়‌যন্ত্র। এমনকী, তাদের সঙ্গে জঙ্গিযোগেরও প্রশ্ন তুলেছেন ওই নেতারা। এবার সেই 'লাভ জিহাদ' নিয়ে মুখ খুলে কার্যত দলের বিরুদ্ধেই কথা বললেন নকভি।

আরও পড়ুন-দক্ষিণ কাশ্মীরে এখনো ঘুরে বেড়াচ্ছে ১১৫ জঙ্গি, জানাল সেনা

.